নন্দীগ্রাম, 23 এপ্রিল : প্রায় 90 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে দায়ের হয় মামলা ৷ অভিযোগ ছিল, তৃণমূল পঞ্চায়েত প্রধান সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন ৷ সংশ্লিষ্ট ব্লকের বিডিও-সহ ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন অভিযুক্ত প্রধান ৷ তারপরই রাতভর এলাকায় তাণ্ডব চালায় প্রধান অনুগামী বাইক বাহিনী । এমনকি অভিযোগকারীদের বাড়িতে ইটবৃষ্টি, বোমাবাজির অভিযোগও ওঠে । ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম 1 ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতে ৷ দাউদপুরের প্রধান শামসুল ইসলামের গ্রেফতারের (Nandigram TMC Pradhan Arrested) পর এখন ঘাসফুলের হাতে ঘাসফুলই আক্রান্ত ।
রাজ্যের বিরোধী দলগুলি বারবার একশো দিনের কাজ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে । আরও একধাপ এগিয়ে এবার দুর্নীতি নিয়ে অভিযোগ করলেন খোদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ৷ দাউদপুর পঞ্চায়েত প্রধান শামসুল ইসলামের বিরুদ্ধে তিনি আর্থিক দুর্নীতির অভিযোগ করেন ৷ প্রধানের বিরুদ্ধে আগেই অভিযোগ এনেছেন ওই পঞ্চায়েতেরই আরও তিন তৃণমূল সদস্য আব্বাস বেগ, চন্দনা পন্ডা, নাজমা খাতুন ৷ বিডিওর অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল নন্দীগ্রাম থানার পুলিশ ।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত ৷ এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের । জানুয়ারি মাসে এই প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের তিনজন পঞ্চায়েত সদস্য । অভিযোগ, জলের সাবমার্সিবল পাম্প না বসিয়ে শুধুমাত্র কাজ সমাপ্তির বোর্ড লাগানো হয়েছে । শুধু তাই নয়, এলাকার সরকারি গাছ কেটে বিক্রি করে সেই টাকাও আত্মসাৎ করেছেন প্রধান বলে অভিযোগ ।
অভিযোগকারীদের কথায়, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি বারবার জানিয়েও কোনও লাভ হয়নি । তাই শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হতে হয়েছে । অভিযোগকারীদের আবেদনের মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্ট জেলা প্রশাসনকে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেয় ।