নন্দীগ্রাম, 15 জুন: পঞ্চায়েতে নির্বাচনে শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে বুধবার দলীয় অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের এক গোষ্ঠী। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লক তৃণমূলের পার্টি অফিসের ৷ বুধবার তালা ঝুলিয়ে বিক্ষোভের জেরে উত্তেজনা দেখা দেয় নন্দীগ্রামে। জেলা পরিষদের প্রার্থীপদ নিয়ে শেখ সুফিয়ান ও শামসুল ইসলামের মধ্যে গোষ্ঠীকোন্দল দেখা যায়। তাই কোন্দল মেটাতে আসরে নেমেছিলেন শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ শেষমেশ রাজ্য নেতৃত্বদের পর্যালোচনায় শেখ সুফিয়ান জেলা পরিষদের প্রার্থীপদ থেকে সরে দাঁড়ালেন।
এর মধ্যে শেখ সুফিয়ান গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন ৷ গতকাল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান শামসুল ইসলামের অনুগামীরা। অভিযোগ, জেলা পরিষদের আসনে শেখ সুফিয়ানকে বাদ দিয়ে শামসুল ইসলামকে প্রার্থী করতে হবে। আর এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা অঞ্চল সভাপতি শামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করার দাবিতে তুমুল গণ্ডগোল মারপিট ও হাতাহাতির ঘটনায় নড়ে চড়ে বসে তৃণমূলের রাজ্য নেতারা।