পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: নেতৃত্বের সিদ্ধান্তে শেষমেশ সরেই দাঁড়ালেন সুফিয়ান, জেলা পরিষদের প্রার্থী শামসুল - প্রার্থী হলেন শামসুল ইসলাম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ারে ভোটাভুটিতে 71টি ভোট পেয়ে জিতেছিলেন শামসুল ইসলাম। শেখ সুফিয়ান তার থেকে অনেক কম ভোট পেয়েছিল। বুধবার এনিয়ে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। গতকালের পর বৃহস্পতিবার এই পদ থেকে সরে দাঁড়ালেন সুফিয়ান ৷

Panchayat Election 2023
অবশেষে সরে দাঁড়ালেন সুফিয়ান

By

Published : Jun 15, 2023, 11:48 AM IST

Updated : Jun 15, 2023, 1:00 PM IST

জেলা পরিষদের প্রার্থী শামসুল

নন্দীগ্রাম, 15 জুন: পঞ্চায়েতে নির্বাচনে শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে বুধবার দলীয় অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের এক গোষ্ঠী। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লক তৃণমূলের পার্টি অফিসের ৷ বুধবার তালা ঝুলিয়ে বিক্ষোভের জেরে উত্তেজনা দেখা দেয় নন্দীগ্রামে। জেলা পরিষদের প্রার্থীপদ নিয়ে শেখ সুফিয়ান ও শামসুল ইসলামের মধ্যে গোষ্ঠীকোন্দল দেখা যায়। তাই কোন্দল মেটাতে আসরে নেমেছিলেন শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ শেষমেশ রাজ্য নেতৃত্বদের পর্যালোচনায় শেখ সুফিয়ান জেলা পরিষদের প্রার্থীপদ থেকে সরে দাঁড়ালেন।

এর মধ্যে শেখ সুফিয়ান গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন ৷ গতকাল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান শামসুল ইসলামের অনুগামীরা। অভিযোগ, জেলা পরিষদের আসনে শেখ সুফিয়ানকে বাদ দিয়ে শামসুল ইসলামকে প্রার্থী করতে হবে। আর এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা অঞ্চল সভাপতি শামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করার দাবিতে তুমুল গণ্ডগোল মারপিট ও হাতাহাতির ঘটনায় নড়ে চড়ে বসে তৃণমূলের রাজ্য নেতারা।

অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ারে ভোটাভুটিতে 71টি ভোট পেয়ে জিতেছিলেন শামসুল ইসলাম। সুফিয়ান তার চেয়ে কম ভোট পেয়েছিলেন। অথচ সম্প্রতি সুফিয়ান উষ্মাপ্রকাশ করায় বা তাঁর অনুগামীদের বিক্ষোভের কারণে গত পরশুদিন কুণাল ঘোষ তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেন। পরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র জমা করার কথা ছিল শামসুল ইসলামের। কিন্তু গতকাল বেলা গড়াতেই দেখতে পাওয়া যায় জেলা পরিষদের আসনে শামসুল ইসলামকে বাদ দিয়ে শেখ সুফিয়ানকে তৃণমূলের টিকিটে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনে 'নিজেদের গড়ে' প্রার্থীই পাচ্ছে না সিপিএম

কিন্তু বুধবার রাতে তৃণমূলের রাজ্যস্তরের নেতৃত্বরা বসে সিদ্ধান্ত নেন, সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থীপদ থেকে সরিয়ে দলীয় কাজে লাগানো হবে। সেইমতো আজ জেলা পরিষদের আসনে তৃণমূলের প্রার্থী হবেন শামসুল ৷ এ বিষয়ে সুফিয়ান বলেন, "জেলা পরিষদের টিকিট নিয়ে অনেক জলঘোলা হয়েছে। আমি রাজ্যস্তরের নেত্রীদের সঙ্গে বসে মিটমাট করে নিয়েছি। উনারা আমাকে বলেছেন প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে। দলের নেতৃত্ব দিতে। তাই নেতৃত্বদের কথা অনুযায়ী আমি থেকে সরে এসেছি।"

Last Updated : Jun 15, 2023, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details