পূর্ব মেদিনীপুর, 13 এপ্রিল : রাতের অন্ধকারে তৃণমূল পরিচালিত দু’টি গ্রাম পঞ্চায়েতের নথি চুরি হওয়ার অভিযোগ ৷ গত 11 এপ্রিল মহিষাদলের লক্ষ্যা 2নং গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও অল্প কিছু টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ ৷ অন্যদিকে, গতকাল রাতে তমলুকের ধলহরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরি হয়েছে বলে অভিযোগ ৷ দু’টি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, আজ সকালে তমলুকের ধলহরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পঞ্চায়েত প্রধান ৷ ধলহড়া গ্রাম পঞ্চায়েত প্রধান আতিউর রহমান জানান, সকালে পঞ্চায়েত অফিসে এসে তিনি দেখেন আলমারির দরজা খোলা পড়ে রয়েছে । যত্রতত্র কাগজপত্র ছিড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে । এর পরেই তিনি পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে ঘুরে গিয়েছে ৷ এই ঘটনায় সরকারি নথি চুরির অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ একইভাবে গত 11 এপ্রিল মহিষাদলের লক্ষ্যা 2নং গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও অল্প কিছু টাকা চুরি যাওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনাতেও মহিষাদল থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷