পাঁশকুড়া, 9 অক্টোবর : পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি কুরবান শাহকে খুনের অভিযোগ ওঠে BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এবার সেই তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে গঠন করা হল বিশেষ তদন্তকারী কমিটি (SIT) ৷ গত রাতে তৃণমূল নেতার পরিবারের তরফে BJP কর্মী আনিসুর রহমান ও শেখ মোবারেক সহ পাঁচজনের নামে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তারপরই SIT গঠনের কথা জানানো হয় ৷
7 অক্টোবর রাতে পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দু্ষ্কৃতীরা ৷ মৃত্যু হয় কুরবানের ৷ তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে কুরবানকে । গতরাতে BJP নেতা আনিসুর রহমান সহ মোট পাঁচজনের নামে পরিবারের তরফে অভিযোগ জানানো হয় পাঁশকুড়া থানায় । পাঁচ ব্যক্তির নামে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের আত্মীয় জহর শাহ ৷ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত SI, ASI, CI, OC যাঁরা অতীতে পাঁশকুড়া থানায় কর্মরত ছিলেন তাঁদের নিয়েই গঠন করা হয়েছে SIT৷