কলকাতা, 12 মে : "মমতা বন্দ্যোপাধ্যায় যে পেনড্রাইভের কথা বলেছেন তা তিনি প্রকাশ করুক । জনসমক্ষে আনুক । না হলে বাংলার জনতার কাছে ক্ষমা চান ।"
গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে একথা বলেন মুকুল রায় ।
"মমতা বন্দ্যোপাধ্যায় যে পেনড্রাইভের কথা বলেছেন তা তিনি প্রকাশ করুক" - mamata pendrive
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমার কাছে একটা পেনড্রাইভ আছে । বাজারে যদি ছেড়ে দিই কোল স্মাগলিংয়ের অনেক কথা বেরিয়ে আসবে ।" এবার এই পেনড্রাইভ প্রকাশের দাবিতে কমিশনে গেলেন মুকুল রায়।
কয়েকদিন আগে বাঁকুড়া ও পুরুলিয়ার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি । বলেন, "কালো সোনায় (কয়লা) মাফিয়া রাজ চলছে বাংলায় । সেই মাফিয়ারাজ কায়েম করেছে তৃণমূল ।" যার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "কথাটা প্রমাণ করতে পারলে ৪২টি আসনেই প্রার্থী প্রত্যাহার করে নেব ।" এর পাশাপাশি পালটা অভিযোগ এনে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার কাছে একটা পেনড্রাইভ আছে । বাজারে যদি ছেড়ে দিই কোল স্মাগলিংয়ের অনেক কথা বেরিয়ে আসবে । যদি মিডিয়া দেখতে চায় দিয়ে দেব । কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ কয়লা পাচারের কথা বলছেন ।"
এর আগেও মমতার পেনড্রাইভ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ গোস্বামী নামে একজন নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলন । সেখানে তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন । এই বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত । গতকাল তা প্রকাশের দাবি তুললেন মুকুল।