পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রীতেশের খুনের পিছনে অনেক মাথা আছে, বললেন শুভেন্দু - কাঁথি

রীতেশের খুনের পেছনে অনেক মাথা আছে বললেন শুভেন্দু অধিকারী

তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী

By

Published : Feb 12, 2019, 9:41 AM IST

কাঁথি, ১২ ফেব্রুয়ারি : কান টানলে মাথা আসবে। কাঁথির তৃণমূল নেতা রীতেশ রায়ের মৃত্যুর পর একথা বললেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। গতকাল দুরমুঠে সমবায়ের কৃষি উন্নয়ন সমিতিতে নিয়ে আসা হয় রীতেশ রায়ের মৃতদেহ। তাঁর মৃতদেহে মালা দিয়ে শোকজ্ঞাপন করেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, "CPI(M) যখন নন্দীগ্রামে খুন করত তখন সব জায়গায় বলত বেশি বাড়াবাড়ি করবে না। নন্দীগ্রাম করে দেব। এখন বলবে বেশি বাড়াবাড়ি করবে না মানিক(রীতেশ রায়) করে দেব। একসময় চাঁদবেড়িয়া এলাকায় CPI(M) কম অত্যাচার করেনি। আমাদের প্রচুর কর্মী মারা গেছে। এরকম সময়ও গেছে যখন CPI(M) সাদা থান নিয়ে বাড়ির বউদের ভয় দেখাত। দুপুরে বাড়ি বাড়ি গিয়ে বলত নির্বাচনে লড়লে সাদা থান পরতে হবে। CPI(M)-এর এইসব লোকই BJP-তে যোগ দিয়েছে।"

শুভেন্দুবাবু আরও বলেন, "যে ওঁকে ফোন করে হুগলিতে নিয়ে গেছে তাকে ধরতে পারলেই সব জানা যাবে। কারণ ওঁর মৃত্যুর পিছনে কোনও একটা মাথা কাজ করেনি। অনেক মাথা আছে। তাই কান টানলেই মাথা বেরোবে। আমি পুলিশকে বলেছি তদন্ত করতে। মানিকের স্ত্রী ও ছেলে পুলিশকে সবরকম সাহায্য করবে বলেছে। শবদাহের কাজ শেষ হলে ওরা পুলিশকে সবরকম সাহায্য করবে। আমার পুলিশের উপর আস্থা আছে।"

ABOUT THE AUTHOR

...view details