তমলুক, ২ মার্চ : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তমলুকের শ্রীরামপুর। গতকাল সকালে শ্রীরামপুর এলাকার একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ব্যক্তিকে খুন করা হয়েছে অভিযোগ তুলে উত্তাল হয়ে ওঠে এলাকা। এরপরই উত্তেজিত জনতা এলাকার প্রায় ৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দমকল ও তমলুক থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি পেশায় টোটো চালক। তাঁর সঙ্গে গ্রামেরই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বিবাদ হত। এরই মধ্যে বুধবার সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান তিনি। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশ থেকে তাঁর মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর ওই ব্যক্তিকে উদ্ধারের দাবিতে তমলুক থানায় অভিযোগ জানায় তাঁর পরিবার। দফায় দফায় শ্রীরামপুরে রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। গতকাল সকালেও দফায় দফায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এরইমধ্যে গতকাল সকালে ওই মহিলার (যাঁর সঙ্গে সম্পর্ক ছিল) বাড়ির পাশের একটি পুকুরে নিঁখোজ ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।