পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ধুন্ধুমার, ৫টি বাড়িতে আগুন - tamluk

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তমলুকের শ্রীরামপুর। গতকাল সকালে শ্রীরামপুর এলাকার একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ব্যক্তিকে খুন করা হয়েছে অভিযোগ তুলে উত্তাল হয়ে ওঠে এলাকা। এরপরই উত্তেজিত জনতা এলাকার প্রায় ৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দমকল ও তমলুক থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় মোতায়েন পুলিশ

By

Published : Mar 2, 2019, 3:04 AM IST

তমলুক, ২ মার্চ : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তমলুকের শ্রীরামপুর। গতকাল সকালে শ্রীরামপুর এলাকার একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ব্যক্তিকে খুন করা হয়েছে অভিযোগ তুলে উত্তাল হয়ে ওঠে এলাকা। এরপরই উত্তেজিত জনতা এলাকার প্রায় ৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দমকল ও তমলুক থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি পেশায় টোটো চালক। তাঁর সঙ্গে গ্রামেরই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বিবাদ হত। এরই মধ্যে বুধবার সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান তিনি। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশ থেকে তাঁর মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর ওই ব্যক্তিকে উদ্ধারের দাবিতে তমলুক থানায় অভিযোগ জানায় তাঁর পরিবার। দফায় দফায় শ্রীরামপুরে রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। গতকাল সকালেও দফায় দফায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এরইমধ্যে গতকাল সকালে ওই মহিলার (যাঁর সঙ্গে সম্পর্ক ছিল) বাড়ির পাশের একটি পুকুরে নিঁখোজ ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

মৃতদেহটি উদ্ধারের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আগুন লাগিয়ে দেওয়া হয় প্রায় ৫টি বাড়িতে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্রের নেতৃত্বে পাঁচটি থানা থেকে পুলিশ যায়। বিক্ষোভের জেরে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এক বৈদুতিন সংবাদমাধ্যমের সাংবাদিকও।

এই ঘটনায় এক দম্পতি সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র বলেছেন, "ঘটনার তদন্ত চলছে। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ৭ জন গ্রেপ্তার হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।"

ABOUT THE AUTHOR

...view details