দিঘা, 15 সেপ্টেম্বর : দিঘায় বেড়াতে এসে নিখোঁজ নাবালকের মৃত্যু হল । নাম আবির ধারা (7) । গতকাল দিঘা থানায় মিসিং ডায়েরি করেন আবিরের বাবা রণজিত ধারা ও মা পূর্ণিমা ধারা । আজ সকালে দিঘার জগন্নাথ ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷
শুক্রবার হুগলির জঙ্গিপাড়া থেকে দিঘায় 55 জনের একটি দল বেড়াতে আসে । গতকাল দুপুরে তাঁদের কয়েকজন দিঘার জগন্নাথ ঘাটে সমুদ্রে নামেন স্নান করতে । তাঁরা সকলেই তাঁদের সন্তানদের সৈকতে বসিয়ে রেখে সমুদ্রে নেমেছিলেন । তাদের মধ্যে ছিল আবিরও । প্রায় আধঘণ্টা পর স্নান সেরে রণজিত ও পূর্ণিমা সৈকতে ফিরে দেখেন আবির নিখোঁজ । পরে আজ সকালে দিঘার জগন্নাথ ঘাট থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ ৷