দিঘা, 7 সেপ্টেম্বর : দিঘায় প্রবল জলোচ্ছ্বাসের জেরে মাইকিং করে পর্যটক এবং স্থানীয়দের সতর্ক করছে প্রশাসন ৷ কৌশিকী অমাবস্যা এবং জোড়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্রে চলছে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে ৷ পর্যটকদের সমুদ্রে না নামার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে ৷ সেই সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে উপকূলে ৷ এই দিন সকাল থেকে দিঘার গার্ডওয়াল পেরিয়ে সমুদ্রের জল রাস্তায় উঠে আসে ৷ বহু অতুৎসাহী পর্যটক সমুদ্রে নামার জন্য গেলে, তাঁদের পুলিশের তরফে আটকানো হয় ৷ পুলিশের তরফে সমুদ্র উপকূলে এবং গ্রামগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে ৷ জলোচ্ছ্বাসের কারণে বাঁধগুলিতেও জেলা প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে ৷ বাঁধে কোনওরকম ফাটল বা ভাঙন ধরলে দ্রুত মেরামতি ব্যবস্থাও করা হয়েছে ৷ ওয়াচ টাওয়ার থেকে দিঘা সমুদ্র ও তার আশেপাশের অঞ্চলে নজরদারি চালানো হচ্ছে ৷ বিশেষ করে সমুদ্রে নজরদারির জন্য ওয়াচটাওয়ারে বিশেষ দল নিযুক্ত করা হয়েছে ৷