কাঁথি, 30 মে : কথিত আছে, পাপ কোনওদিন বাপকেও ছাড়ে না ! বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার উপহার দিয়েছে দল । স্বীকারোক্তি কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-এর সভাপতি বিকাশ চন্দ্র বেজের (INTTUC Meeting)। অবশেষে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ নিজের মুখে স্বীকার করলেন শ্রমিক তৃণমূলের জেলা সভাপতি । বললেন, বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার জন্য দল তাঁকে উপহার দিয়েছে । এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
রাজ্যে তৃণমূল সরকার আসার পর বিরোধীদের একাধিক বার বলি হতে হয়েছে । সেই নিয়ে পুলিশের কাছেই সুবিচার না পেয়ে সুবিচারের আশায় মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিত নিপীড়িত পরিবারগুলির সদস্যরা । যদিও কোর্ট সেই আবেদনে সাড়া দিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে কমিটি পাঠিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ।