হলদিয়া, 29 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ কোরোনা মোকাবিলায় তৎপর গোটা দেশ ৷ সরকারে তরফে বলা হয়েছে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য ৷ কিন্তু সামাজিক দূরত্ব মেনে কখনও ছোটো পরিসরে বাজার চালানো সম্ভব নয় ৷ তাই হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বাজারকে স্থানান্তরিত করা হল খেলার মাঠে ৷ পৌর প্রশাসন ও হলদিয়া মহকুমা পুলিশের এই উদ্যোগে খুশি ক্রেতা-বিক্রেতা সকলেই ।
হলদিয়া শহরের ক্ষুদিরাম নগরের বাজার এতোদিন চলত অত্যন্ত ছোটো পরিসরে । বর্তমান পরিস্থিতিতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সব সময় সামাজিক দূরত্ব মেনে বাজার চালানোর । যা কোনওভাবেই অল্প-পরিসরের মধ্যে সম্ভব নয় । যে কারণে হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বাজারকে স্থানান্তরিত করে বসানো হল খেলার মাঠে । দীর্ঘদিন ধরে ছোটো পরিসরে চলে আসা এই বাজারে সপ্তাহে দু'দিন রীতিমতো ভিড় উপচে পড়ে । শুক্রবার তেমন ভিড় না হলেও সপ্তাহের শেষে রবিবার সবচেয়ে বেশি ভিড় হয় বাজারে । সেই কারণেই আজ পৌরসভা ও পুলিশের উদ্যোগে ভিড় এড়াতে বাজারের পাশের খেলার মাঠে স্থানান্তরিত করা হয় বাজার । এবার থেকে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহেই দুপুর 2 টো থেকে বিকেল 5 টা পর্যন্ত চলবে এই বাজার । নতুন চালু হওয়া এই বাজারে প্রশাসনের তরফে প্রত্যেক বিক্রেতাকে আজ 5 ফুট দূরত্বে বসানো হয় । এছাড়াও সেখানে ক্রেতারা নির্দিষ্ট দুরত্ব থেকে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনছে কি না তা দেখার জন্য মোতায়ন করা হয় পুলিশ । কোরোনার প্রকোপ রুখতে সামাজিক দূরত্ব তৈরি করার জন্য পুলিশ ও পৌরসভার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা ৷