পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ration-Aadhaar Link : আধার লিঙ্ক বিভ্রাট, রেশন না পেয়ে বিপাকে কাঁথির কয়েকশো দরিদ্র মানুষ - Ration card aadhaar link

গত সাত মাস ধরে বন্ধ রেশন ৷ কারণ আধার লিঙ্ক বিভ্রাট ৷ রেশন কার্ডে আধার লিঙ্ক করাতে গিয়েই তৈরি হয় সমস্যা ৷ প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও ফল মেলেনি ৷ লকডাউনে একেই কাজ নেই ৷ তার উপর আবার রেশন বন্ধ ৷ দিশেহারা কাঁথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের গোটা ছয়েক গ্রামের কয়েকশো দরিদ্র মানুষ ৷

প্রায় সাত মাস ধরে রেশন না পেয়ে বিপাকে দেশপ্রাণ ব্লকের কয়েকশো দরিদ্র মানুষ ৷
প্রায় সাত মাস ধরে রেশন না পেয়ে বিপাকে দেশপ্রাণ ব্লকের কয়েকশো দরিদ্র মানুষ ৷

By

Published : Aug 1, 2021, 10:29 PM IST

কাঁথি, 1 অগস্ট : লকডাউনে একেই কাজ নেই ৷ তার উপর আবার রেশন বিভ্রাট ৷ রেশন কার্ডে আধার লিঙ্ক (Ration-Aadhaar Link) বিভ্রাটের জেরে সাত মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না কাঁথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের বেশ কিছু দরিদ্র মানুষ ৷ প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি ৷ দিশেহারা এই পরিবারগুলি এখন খাবারের জোগাড় করতেই হিমশিম খাচ্ছে ৷

পূর্ব মেদিনীপুরের কাঁথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মানুষ গত 7 মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না ৷ এখানকার মহম্মদপুর, মির্জাপুর, কালিকা কুমারী, পূর্ব ও পশ্চিম কুশবনী-সহ আরও বেশ কয়েকটি গ্রামে সাধারণ দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষের সংখ্যাই বেশি ৷ তাঁদের অভিযোগ, সাত মাস আগে রেশন ডিলার জানান রেশন কার্ডে আধার সংযোজন অর্থাৎ আধার লিঙ্ক করানোর কথা ৷ সেই মতো দেশপ্রাণ ব্লকের 6টি গ্রামের মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে আধার লিঙ্ক করান । তারপর বেশ কিছুদিন পরে পোস্ট অফিসের মাধ্যমে সবার বাড়িতে নতুন রেশন কার্ড এসে পৌঁছয় । সেই কার্ড নিয়ে রেশন আনতে গেলে রেশন ডিলার রেশন সামগ্রী দিতে অস্বীকার করেন ৷ কারণ, দেখা যায় বেশির ভাগ উপভোক্তাকেই রেশন কার্ড কেবল পরিচয়পত্র হিসাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে ৷ ওই রেশন কার্ডে খাদ্যদ্রব্য পাওয়া যাবে না । এই বিভ্রাট ঘটেছে আধার লিঙ্ক করার সময় ৷

এই এলাকার কেউ রিকশা টেনে, কেউ মাছ ধরে, কেউ দিন মজুরি করে, কেউ আবার ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন । এমনও অনেক পরিবার রয়েছে, যাঁদের মাথাগোঁজার ঠাঁইটুকুও নড়বড়ে । টানা বৃষ্টিতে সমস্যায় সেখানেও ৷ করোনায় লকডাউন শুরুর সময় থেকেই কাজ নেই ৷ তার উপর আবার রেশন বন্ধ ৷ দরিদ্র মানুষগুলি এই পরিস্থিতিতে বেজায় সমস্যায় পড়েছেন ৷ কী করে বাড়ির বাচ্চা এবং বয়স্কদের মুখে দিনে দু'মুঠো অন্ন তুলে দেবেন সেই চিন্তায় দিন গুনছেন প্রায় কয়েকশো পরিবার । অভিযোগ, এই সমস্যা নিয়ে বিভিন্ন সরকারি দফতরে একাধিকবার জানিয়েও কোনও ফল হয়নি ৷

প্রায় সাত মাস ধরে রেশন না পেয়ে বিপাকে দেশপ্রাণ ব্লকের কয়েকশো দরিদ্র মানুষ ৷

তৃণমূলের জেলাস্তরের নেতা মামুদ হোসেন বলেন, "এটা হয়েছে টেকনিক্যাল সমস্যার জন্য ৷ এই ধরনের সমস্যা কাঁথি শহরের অন্যান্য এলাকাতেও হয়েছে । আমরা সর্বতভাবে এই সমস্যায় পড়া মানুষের পাশে আছি । জরুরি ভিত্তিতে তাঁরা যাতে টোকেন সিস্টেমে রেশন দ্রব্য পান, সেই ব্যবস্থা করতে প্রশাসনকে জানাব আমরা ।’’ যদিও এই নিয়ে রেশন ডিলার বা প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের কোনও আধিকারিক মুখ খুলতে রাজি হননি ।

বিধায়ক সুমিতা সিনহা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দরবার করবেন তিনি ৷

আরও পড়ুন : বেহাল রাস্তা সারানোর দাবিতে মহিষাদলে ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের

ABOUT THE AUTHOR

...view details