কাঁথি, 1 অগস্ট : লকডাউনে একেই কাজ নেই ৷ তার উপর আবার রেশন বিভ্রাট ৷ রেশন কার্ডে আধার লিঙ্ক (Ration-Aadhaar Link) বিভ্রাটের জেরে সাত মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না কাঁথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের বেশ কিছু দরিদ্র মানুষ ৷ প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি ৷ দিশেহারা এই পরিবারগুলি এখন খাবারের জোগাড় করতেই হিমশিম খাচ্ছে ৷
পূর্ব মেদিনীপুরের কাঁথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মানুষ গত 7 মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না ৷ এখানকার মহম্মদপুর, মির্জাপুর, কালিকা কুমারী, পূর্ব ও পশ্চিম কুশবনী-সহ আরও বেশ কয়েকটি গ্রামে সাধারণ দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষের সংখ্যাই বেশি ৷ তাঁদের অভিযোগ, সাত মাস আগে রেশন ডিলার জানান রেশন কার্ডে আধার সংযোজন অর্থাৎ আধার লিঙ্ক করানোর কথা ৷ সেই মতো দেশপ্রাণ ব্লকের 6টি গ্রামের মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে আধার লিঙ্ক করান । তারপর বেশ কিছুদিন পরে পোস্ট অফিসের মাধ্যমে সবার বাড়িতে নতুন রেশন কার্ড এসে পৌঁছয় । সেই কার্ড নিয়ে রেশন আনতে গেলে রেশন ডিলার রেশন সামগ্রী দিতে অস্বীকার করেন ৷ কারণ, দেখা যায় বেশির ভাগ উপভোক্তাকেই রেশন কার্ড কেবল পরিচয়পত্র হিসাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে ৷ ওই রেশন কার্ডে খাদ্যদ্রব্য পাওয়া যাবে না । এই বিভ্রাট ঘটেছে আধার লিঙ্ক করার সময় ৷
এই এলাকার কেউ রিকশা টেনে, কেউ মাছ ধরে, কেউ দিন মজুরি করে, কেউ আবার ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন । এমনও অনেক পরিবার রয়েছে, যাঁদের মাথাগোঁজার ঠাঁইটুকুও নড়বড়ে । টানা বৃষ্টিতে সমস্যায় সেখানেও ৷ করোনায় লকডাউন শুরুর সময় থেকেই কাজ নেই ৷ তার উপর আবার রেশন বন্ধ ৷ দরিদ্র মানুষগুলি এই পরিস্থিতিতে বেজায় সমস্যায় পড়েছেন ৷ কী করে বাড়ির বাচ্চা এবং বয়স্কদের মুখে দিনে দু'মুঠো অন্ন তুলে দেবেন সেই চিন্তায় দিন গুনছেন প্রায় কয়েকশো পরিবার । অভিযোগ, এই সমস্যা নিয়ে বিভিন্ন সরকারি দফতরে একাধিকবার জানিয়েও কোনও ফল হয়নি ৷