নন্দীগ্রাম, 10 মে: বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের ৷ আহত কমপক্ষে 26 ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে ভেটুরিয়ার ঠাকুরচক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাসটি ছিল ফটক নন্দীগ্রামের ৷ চন্ডিপুর বাসস্ট্যান্ড পেরিয়ে বাসটি নন্দীগ্রামের দিকে যাচ্ছিল ৷ উলটো দিক থেকে একটি ট্রেকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সেই সময় উলটো দিক থেকে আরও একটি বাস ট্রেকারের পিছনে এসে ধাক্কা মারে । দুটি বাসের মধ্যে পড়ে ট্রেকারটি পিষ্ট হয়ে যায় ৷ ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় । ট্রেকারে থাকা যাত্রীদের গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।
বাসে ও ট্রেকারের যাত্রী-সহ দুর্ঘটনায় মোট 26 জন যাত্রী আহত হয়েছেন । তার মধ্যে 17 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকি ন'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । বাকিরা চিকিৎসাধীন ৷ এই দুর্ঘটনার ফলে চণ্ডীপুর-নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় ৷ ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে চলে আসে পুলিশ । তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । আহতদের হাসপাতালে পাঠায় ৷ রাস্তা ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করে ৷