পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Nandigram: নন্দীগ্রামে বাস ও ট্রেকারের সংঘর্ষে মৃত এক, আহত 26 - জেলাশাসক পূর্ণেন্দু মাঝি

নন্দীগ্রামে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ৷ বাস ও ট্রেকারের মুখোমুখি ধাক্কায় আহত প্রায় 26 জন ৷ তাঁদের মধ্যে 17 জনের অবস্থা গুরুতর ৷ তাঁরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

bus accident
পথ দুর্ঘটনা

By

Published : May 10, 2023, 6:44 PM IST

নন্দীগ্রামে বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ

নন্দীগ্রাম, 10 মে: বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের ৷ আহত কমপক্ষে 26 ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে ভেটুরিয়ার ঠাকুরচক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাসটি ছিল ফটক নন্দীগ্রামের ৷ চন্ডিপুর বাসস্ট্যান্ড পেরিয়ে বাসটি নন্দীগ্রামের দিকে যাচ্ছিল ৷ উলটো দিক থেকে একটি ট্রেকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সেই সময় উলটো দিক থেকে আরও একটি বাস ট্রেকারের পিছনে এসে ধাক্কা মারে । দুটি বাসের মধ্যে পড়ে ট্রেকারটি পিষ্ট হয়ে যায় ৷ ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় । ট্রেকারে থাকা যাত্রীদের গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।

বাসে ও ট্রেকারের যাত্রী-সহ দুর্ঘটনায় মোট 26 জন যাত্রী আহত হয়েছেন । তার মধ্যে 17 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকি ন'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । বাকিরা চিকিৎসাধীন ৷ এই দুর্ঘটনার ফলে চণ্ডীপুর-নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় ৷ ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে চলে আসে পুলিশ । তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । আহতদের হাসপাতালে পাঠায় ৷ রাস্তা ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করে ৷

ঘটনার খবর শুনে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ঘটনাস্থলে আসেন । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে । আমরা ঘটনাস্থলে এসে আহতদের নিয়ে তমলুক এবং হলদিয়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি । যে সকল যাত্রীরা আহত হয়েছেন তাদের ঘটনাস্থল থেকে গ্রিন করিডর করে হাসপাতালগুলিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । তার সঙ্গে হাসপাতালগুলিতে পর্যাপ্ত নার্স ও ডাক্তারেরও ব্যবস্থা করা হয়েছে । সেইসঙ্গে এলাকার বিডিও, এসডিও-সহ দফতরের আধিকারিকরা হাসপাতালগুলিতে উপস্থিত রয়েছেন ।"

আরও পড়ুন:সেতু থেকে খাদে পড়ল বাস, মধ্যপ্রদেশে মৃত অন্ততপক্ষে 22

ABOUT THE AUTHOR

...view details