পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Councillor Arranged Picnic: তৃণমূল কাউন্সিলরের পিকনিকে মাংস-ভাত খেয়ে অসুস্থ শতাধিক - তৃণমূল কাউন্সিলরের পিকনিক তমলুকে

রবিবার পিকনিকের আয়োজন করেছিলেন তমলুকের তৃণমূল কাউন্সিলর সৌমেন চক্রবর্তী ৷ সেখানে খেয়ে অসুস্থ হয়েছেন এলাকার শতাধিক মানুষ (picnic of TMC Councillor) ৷

ETV Bharat
তৃণমূল কাউন্সিলরের পিকনিকে খেয়ে আহত শতাধিক

By

Published : Jan 30, 2023, 10:01 PM IST

পৌরসভার উদ্যোগে চলছে হেলথ ক্যাম্প

তমলুক, 30 জানুয়ারি:রবিবার গতকাল তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন চক্রবর্তী তাঁর ওয়ার্ডের লোকজনকে নিয়ে একটি পিকনিকের আয়োজন করেন ৷ রূপনারায়ণ নদীর ধারে ওই পিকনিকে খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ ৷ পরিস্থিতি এমন যে ওই এলাকায় পৌরসভার উদ্যোগে বসাতে হয়েছে একটি হেলথ ক্যাম্প (picnic arranged by TMC Councillor)৷

জানা গিয়েছে, রবিবার নদীর ধারের ওই পিকনিকে মাংস, মাছ, সবজি, চাটনি ও ভাতের আয়োজন ছিল ৷ সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷ রবিবার গভীর রাত থেকে একেরপর এক এলাকাবাসীর পেটে ব্যাথা শুরু হয় ৷ প্রায় সাড়ে 500 জন লোক খেয়েছিলেন ৷ তার মধ্যে প্রায় 100 জনের অসুস্থতার খবর মিলেছে ৷ তৃণমূল নেতার আয়োজিত অনুষ্ঠানে খেয়ে পেটে ব্যাথার এই ঘটনায় জেলা রাজনীতিতে রীতিমতো আলোচনা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: মমতার বৈঠকের পর 7 জনের কোর কমিটি বীরভূমে, জেলা সভাপতি পদে বহাল অনুব্রত

রবিবার রাতে এলাকাবাসীর এই অসুস্থতার খবর পেয়েই এলাকায় যান স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী ও পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় । তড়িঘড়ি তাঁরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে এলাকায় হেল্থ ক্যাম্পের ব্যবস্থা করেন । অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাঁদের জেলা সদর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

এই প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, "বহু লোক অসুস্থ হয়েছেন । তবে কী কারণে তাঁরা অসুস্থ হয়েছেন তা আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলি দেখছি । তবে মেডিক্যাল ক্যাম্প হওয়ার পর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷" 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপালী দাস বলেন, "গতকাল তৃণমূলের একটি পিকনিক হয়েছিল । এলাকার প্রায় সাড়ে 500 লোক ওখানে খায় ৷ সে খাবার খেয়ে মধ্যরাত থেকে পেটের ব্যথা হতে শুরু করে । তারপর অনেকেই অসুস্থ হয়ে যায় ।"

ABOUT THE AUTHOR

...view details