পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ - many corruption against Suvendu Adhikari

একাধিক সমবায় ব্যাঙ্ক ও কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থাকা শুভেন্দু অধিকারী বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ ৷ যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷

শুভেন্দুর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ
শুভেন্দুর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ

By

Published : May 22, 2021, 4:04 PM IST

কাঁথি, 22 মে : এবার একাধিক সমবায় ব্যাঙ্কে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠল বিজেপি বিধায়ক তথা কাঁথির কো-অপারেটিভ ব্য়াঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ গতকাল এই মর্মে কাঁথি মহকুমার তৃণমূল সমবায় সেল ও কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের শেয়ার হোল্ডাররা ব্যাঙ্কের উচ্চতর আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেন ৷

তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায় ব্যাঙ্ক ও কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, সেইসময় থেকে বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত ওই ব্যাঙ্কগুলিতে বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন শুভেন্দু ৷ সঙ্গে স্বজনপোষণও করতেন তিনি ৷ অভিযোগ ওঠে, বেআইনি অর্থ লেনদেন, ব্যাঙ্কে বেআইনিভাবে গোপনে কয়েকজনের পদোন্নতির ব্য়বস্থা করছেন শুভেন্দু ৷

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ ৷ দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : শিশিরকে কেন্দ্রীয় নিরাপত্তা, বাড়তি নজর শান্তিকুঞ্জে

কাঁথি সমবায় সেলের সভাপতি আমিন সোহেলের নেতৃত্বে গতকাল স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা ৷ বিক্ষোভ মিছিল করে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে জমায়েত হন তাঁরা ৷ বিক্ষোভে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান, পৌরপ্রশাসক মণ্ডলীর সদস্য রত্নদ্বীপ মান্না, শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ ব্যাঙ্কের শেয়ার হোল্ডাররা ৷

ব্যাঙ্ক আধিকারিক অ্যাপোলো আলি বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি ৷ ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন ৷" অন্যদিকে জেলা পরিষদের কো-মেন্টর হাবিবুর রহমান বলেন, "কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে চেয়ারম্যান পদে শৈলজা দাস, জ্যোতির্ময় কর ও সতু মাইতিররা ওই চেয়ারের গরিমা উজ্জ্বল করেছেন ৷ কিন্তু বর্তমানে কাঁথির গদ্দার ও মীরজাফর যেদিন থেকে এসে ওই চেয়ারে বসেছেন সেদিন থেকেই স্বজনপোষণ, বিপুল আর্থিক দুর্নীতি ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া করে এসেছেন ৷"

এবিষয়ে বহুবার প্রশাসনকে জানানো হয়, তবে কোনও পদক্ষেপ করেনি তারা ৷ বহুবার স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে ৷ তাতেও কোনও সুরাহা না মেটেনি ৷ ফের আরও একবার স্মারকলিপি জমা দিলেন বিক্ষোভকারীরা ৷ তাঁরা হুঁশিয়ারি দেন, আগামী দিনে যদি এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই আন্দোলন চলতেই থাকবে ৷ ভবিষ্যতে এই আন্দোলন বৃহত্তর আকার নেবে ৷

ABOUT THE AUTHOR

...view details