পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এগরায় বাড়ির পেছনে ব্যক্তির রক্তাক্ত দেহ - east medinipur

পূর্ব মেদিনীপুরে জেলার এগরা থানার সড়রং গ্রামে এক ব্যক্তির দেহ উদ্ধার হল । আজ সকালে নিজের বাড়ির পেছনেই উদ্ধার হয় সেই ব্যক্তির দেহ ।

রক্তাক্ত দেহ

By

Published : Jun 2, 2019, 2:40 PM IST

এগরা, 2 জুন : বাড়ির পেছনে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনাটি পূর্ব মেদিনীপুরে জেলার এগরা থানার সড়রং গ্রামের । মৃতের নাম গোলকবিহারী (42) । আজ সকালে গোলকবাবুর দেহ তার বাড়ির পিছনে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিক অনুমান রড দিয়ে আঘাত করে মারা হয়েছে তাঁকে ।

পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে গোলকবিহারীকে । জানা গেছে গতরাতে সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই ব্যক্তি ।

মৃতের স্ত্রী ঊজ্বলা জানা বলেন, "বাড়ি থেকে বেড়িয়ে ছিল । তারপর আর জানি না । আমি ভোরবেলা দেখতে (দেহ) পাই । কোথায় গেছিলেন কিছু বলে যাননি । সকালে উঠে আমার মেয়ে প্রথমে দেহ দেখে । তারপর আমি জানতে পেরে ভাশুরকে জানাই ।"

ABOUT THE AUTHOR

...view details