পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যক্তি খুনের বছর দেড়েক পর গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক - wife

তাপস মল্লিক ও মানসী মল্লিক পাঁশকুড়া থানার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা । মৃত তাপস মল্লিক পাঁশকুড়ার এক হোসিয়ারি সামগ্রী প্রস্তুতকারী কারখানায় কাজ করতেন । সেখানেই পরিচয় হয় সহকর্মী মহিষাদলের চাঁপী গ্ৰামের বাসিন্দা সুব্রত মণ্ডলের সঙ্গে ।

মানসী মল্লিক

By

Published : Jun 19, 2019, 11:28 PM IST

Updated : Jun 20, 2019, 12:03 AM IST

মহিষাদল, 19 জুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হয়েছিল ব্যক্তি । মৃতের নাম তাপস মল্লিক । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে প্রায় দেড় বছর পর গ্রেপ্তার হল তার স্ত্রী মানসী মল্লিক ও প্রেমিক সুব্রত মণ্ডল । পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘটনা । কোলাঘাট থানার পানশিলার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ঘটনায় জড়িত আরও এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা জেরায় খুনের কথা স্বীকার করেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাপস মল্লিক ও মানসী মল্লিক পাঁশকুড়া থানার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা । মৃত তাপস মল্লিক পাঁশকুড়ার এক হোসিয়ারি সামগ্রী প্রস্তুতকারী কারখানায় কাজ করতেন । সেখানেই পরিচয় হয় সহকর্মী মহিষাদলের চাঁপী গ্ৰামের বাসিন্দা সুব্রত মণ্ডলের সঙ্গে । দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । এরপর থেকেই সুব্রত প্রায়ই তাপসের বাড়িতে যাতায়াত শুরু করে । সেখানেই তাপসের স্ত্রী মানসীর সাথে পরিচয় হয় সুব্রতের । অভিযোগ, এরপরই দু'জনের মধ্যে গড়ে ওঠে বিবাহ বহির্ভূত সম্পর্ক ।

দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা গেছে, বছর দুই এইভাবে সম্পর্ক চলার পর সুব্রত ও মানসী বিয়ে করার সিদ্ধান্ত নেয় । সেখানেই বাধা হয়ে দাঁড়ায় তাপস । তাই তাকে খুনের ছক কষে মানসী ও তার প্রেমিক সুব্রত । 2018 সালের 22 ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে সুব্রত, মানসী ও তাপসকে নিজের বাড়ি মহিষাদলে আমন্ত্রণ জানায় । আমন্ত্রণ পেয়ে পাঁশকুড়া থেকে দু'জনেই যায় তার বাড়িতে । সেখানেই সন্ধেবেলা সবাই মিলে মদ্যপানের আসর বসায় । তাপস নেশাগ্ৰস্ত হয়ে পড়লে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে সুব্রত । তাকে সহযোগিতা করে মানসী সহ সুব্রতর আরও এক বন্ধু । খুনের পর প্রমাণ লোপাটের জন্য সেই রাতেই মাসুড়িয়া খালে তাপসের দেহ ফেলে দেয় । সকালে খবর পেয়ে পুলিশ তাপসের হাত-পা বাঁধা দেহ উদ্ধার করে । এরপর সুব্রত, তার বন্ধু ও মানসী গা ঢাকা দেয় । গতকাল তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

Last Updated : Jun 20, 2019, 12:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details