নন্দকুমার, 1 জুন : ভিন রাজ্য থেকে কিছুদিন আগেই বাড়ি ফেরে তন্ময় বেরা । কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারি নির্দেশিকা অনুযায়ী হোম কোয়ারানটিনে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি । আর তার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের মারধর । মারধরের ঘটনায় অশোক বেরা (42) নামের এক ব্যক্তির মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ডিহিগুমাই গ্ৰামে । পুলিশ ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে ফেরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ।
নন্দকুমারের ডিহিগুমাই গ্রামের বাসিন্দা অভিযুক্ত তন্ময় কর্মসূত্রে মুম্বইয়ে থাকত । দিন সাতেক আগেই সে নিজের বাড়িতে ফিরেছিল । জেলা জুড়ে ইতিমধ্যেই বহু পরিযায়ী শ্রমিকের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । নন্দকুমার এলাকার ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি । কিন্তু সরকারি নির্দেশিকার তোয়াক্কা না করে রবিবার বিকেল থেকেই এলাকায় ঘুরে বেড়ানো শুরু করে ওই অভিযুক্ত । সেই সময়েই স্থানীয়দের সঙ্গে তার বচসা বাধে । ঘটনায় গুরুতর জখম হন অশোক বেরা । তমলুক জেলা হাসপাতালে ভরতি থাকার পর সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির ।