তমলুক, 2 জানুয়ারি : বাড়ি নির্মাণের সময় অসাবধানতাবশত 11,000 ভোল্টের তারে হাত । ঘটনাস্থানেই মৃত্যু হল রাজমিস্ত্রির । মৃতের নাম শেখ হারুণ (৩৮) । তমলুক পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পদুমবসানের ঘটনা ।
পৌরসভার ইন্দিরা কলোনির জমি । এলাকা দিয়ে গেছে ১১ হাজার ভোল্টের তার । তাই পৌরসভার তরফে কাউকে বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়নি । কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই বেআইনিভাবে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন খাওয়ার হোটেলের ব্যবসায়ী বিজয় শিট । গতকাল সকাল থেকে বাড়ি প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি হারুণ । বিকেল নাগাদ বিদ্যুতের তার সংলগ্ন বাড়ির দেওয়াল প্লাস্টার করার সময় অসাবধানতাবশত তাঁর হাত লেগে যায় তারে । বিদ্যুতের মাত্রা এতটাই বেশি ছিল যে, হাত লাগা মাত্রই আগুন জ্বলতে শুরু করে । হাতের একাংশ ছিন্ন হয়ে তিন তালা থেকে নিচে পড়ে যায় । কার্নিশের উপর পড়ে থাকে দেহ । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । কিন্তু হাইটেনশন তার থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেনি । খবর দেওয়া পুলিশে । মৃতদেহ উদ্ধার করতে এসে বিপাকে পড়েন পুলিশ কর্মীরাও । প্রায় ঘণ্টা দেড়েক পর বিদ্যুৎ দপ্তরের তরফে পরিষেবা বন্ধ করে নামানো হয় দেহ ।