হলদিয়া, 2 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন হায়দরাবাদের এক বাসিন্দা । তিনি কর্মসূত্রে হলদিয়ায় থাকেন । ধর্মীয় সভায় যোগ দেওয়ার পর সেখান থেকে হলদিয়াতেই চলে আসেন তিনি । সংস্পর্শে আসেন ভাড়াবাড়িতে থাকা আরও চারজনের । এই খবর পেয়ে ওই পাঁচজনকে হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করল স্বাস্থ্য দপ্তর ।
15 মার্চ নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন ওই ব্যক্তি । সভা শেষে কাজে যোগ দেওয়ার জন্য হলদিয়া ফিরে আসেন । হলদিয়ায় যে বাড়িতে তিনি ভাড়া থাকেন, সেখানে আরও চারজনও থাকে । ফেরার পর তাঁদের সংস্পর্শে আসেন তিনি । কেন্দ্রের তরফে রাজ্যকে যে তালিকা পাঠান হয়েছে, তা মঙ্গলবার জেলায় এসে পৌঁছালে জেলা পুলিশ-প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর ওই পাঁচজনকে চিহ্নিত করে ।