পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata TMC Meeting at Digha: পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে আজ মমতার কর্মী সভা

পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল কী হবে ? জেলার তৃণমূল নেতৃত্বকে সেই বার্তা দিতেই আজ দিঘায় কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার বুথ ভিত্তিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata TMC Meeting at Digha ETV BHARAT
Mamata TMC Meeting at Digha ETV BHARAT

By

Published : Apr 4, 2023, 1:11 PM IST

Updated : Apr 4, 2023, 2:14 PM IST

দিঘায় মমতা কর্মী সভার প্রস্তুতি খতিয়ে দেখতে যান অখিল গিরি

দিঘা (পূর্ব মেদিনীপুর), 4 এপ্রিল: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন ৷ রাজনৈতিক মহলের একটা অংশের মতে, এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে পূর্ব মেদিনীপুর ৷ অর্থাৎ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় ৷ যেখানে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারিয়ে বিধায়ক হয়েছে শুভেন্দু ৷ সেই শুভেন্দু গড়ে আজ বুথ ভিত্তিক কর্মীসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাঁথি ও তমলুক এই দুই সাংগঠনিক জেলার সব বুথের নেতা-কর্মীদের নিয়ে এই বৈঠক করবেন ৷ জানা গিয়েছে, প্রতিটি বুথ থেকে অন্তত 15 জন করে নেতা ও কর্মী উপস্থিত থাকবেন আজকের সভায় ৷

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুর তৃণমূলের কাছে খানিকটা দুর্ভেদ্য হয়ে উঠেছে বলে মনে করে ওয়াকিবহাল মহল ৷ যে কোনও রাজনৈতিক সভা ও কর্মসূচিতে শাসকদলকে টেক্কা দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী ৷ এই জেলাকে কার্যত বিজেপির 'দূর্গে' পরিণত করেছেন শুভেন্দু ৷ এ বার সেই শুভেন্দুর ঘাঁটিতেই কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাও আবার পঞ্চায়েত ভোটের আগে ৷ যে পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ আজকের সভা থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেবেন ? সেই দিকেই তাকিয়ে দলের নেতা-কর্মীরা ৷

বিশেষত, শুভেন্দু অধিকারী প্রভাব পেরিয়ে কীভাবে পূর্বমেদিনীপুরের গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের দখল নেওয়া যায়, সেই নিয়েই কর্মীদের বার্তা দেবেন তিনি ৷ এমনিতেই পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু ৷ কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের উপরেই পুরো বিষয়টি ছেড়ে দিয়েছে ৷ যার পর বিজেপির তরফে শুভেন্দু সুপ্রিম কোর্টে গিয়েছেন ৷ পাশাপাশি নিয়োগ দুর্নীতি এবং বকেয়া ডিএ নিয়ে রীতিমতো কোণঠাসা রাজ্যের শাসকদল ৷ তার উপর রামননমীকে ঘিরে একাধিক সন্ত্রাসের ঘটনা রাজ্য প্রশাসনের চিন্তা আরও বাড়িয়েছে। শুধু তাই নয়,মমতার দিঘা সফর নিয়ে কটাক্ষও করেছেন শুভেন্দু ।

আরও পড়ুন:ভোটের দিন ঘোষণার আগেই শুভেন্দুর কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতে প্রার্থীতালিকা প্রকাশ বিজেপি'র

এই পরিস্থিতিতে কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলাকে নিয়ে বুথ ভিত্তিক এই সভা তৃণমূলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ উল্লেখ্য, গতমাসে তৃণমূল নেত্রী কালীঘাটে পঞ্চায়েতের রণকৌশল ঠিক করতে জরুরি বৈঠক করেছিলেন ৷ সেখানে দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন ৷ সেই রণকৌশল অনুযায়ী, আজ মমতা কর্মী সভা থেকে বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে ৷ এদিন মমতার সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে দিঘা হেলিপ্যাড ময়দানে গিয়েছিলেন রাজ্যের কারা দফতরের প্রতিমন্ত্রী অখিল গিরি ৷

Last Updated : Apr 4, 2023, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details