দিঘা (পূর্ব মেদিনীপুর), 4 এপ্রিল: বাংলার বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি ৷ অপরাধীদের নিয়ে এসে এই ধরনের হিংসা বিজেপি সংগঠিত করছে বলেও তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা ৷
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে দিঘায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সম্মেলন হয় ৷ সেখানে হাজির হয়েই বিজেপির বিরুদ্ধে হিংসা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী তথা বাংলার শাসক দলের সুপ্রিমো ৷ এদিন তিনি বলেন, ‘‘আমি এখানে মিটিংয়ে এসেছি ৷ আসবার জো নেই ৷ সারাক্ষণ আমাকে পড়ে থাকতে হয় ৷’’ কেন সারাক্ষণ চিন্তিত থাকেন তিনি, এর পর তিনি সেই ব্যাখ্যা দেন ৷ বলেন, ‘‘কখন বিজেপিকে গিয়ে কোথায় হিংসা ছড়াবে ৷’’
এর পরই হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘এরা বোঝে না বাংলার মানুষ হিংসা ভালোবাসে না ৷ হিংসা ছড়ানো বাংলার সংস্কৃতি নয় ৷ হিংসা আমরা ছড়াই না ৷ মানুষ কখনও হিংসা পছন্দ করে না ৷’’ কিন্তু কেন বিজেপি বাংলায় হিংসা ছড়াচ্ছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন দিঘার মঞ্চ থেকে সেই কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘বিজেপির লোকেরা আজকে পারে না ৷ তাই হিংসা ছড়ানোর জন্য বাইরের গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে ৷ এটা হিংসা নয়, এটা ক্রিমিনাল ভায়োলেন্স ৷ এটা হচ্ছে ক্রিমিনালদের নিয়ে ভায়োলেন্স করা ৷’’