দিঘা (পূর্ব মেদিনীপুর), 4 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ দলের নেতা-কর্মীদের তৃণমূলেরই বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে না লড়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দিঘায় ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ৷ ওই কর্মী সম্মেলনের মঞ্চ থেকেই এই নির্দেশ দিয়েছেন মমতা ৷
এদিন মমতা স্পষ্ট করে দিয়েছেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে সৎ মানুষদের প্রার্থী করা হবে ৷ যাঁরা তাঁদেরই এবার টিকিট দেবে তৃণমূল ৷ এর পরই তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে গোঁজ প্রার্থীর বিষয়ে হুঁশিয়ারি দেন৷ বলেন, ‘‘টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়াবেন না ৷’’ একই সঙ্গে তৃণমূল নেত্রীর আশ্বাস, দল ওই কর্মীদের পাশে থাকবে ৷
বাংলায় পঞ্চায়েত নির্বাচন আর মাস দেড়েকের মধ্য়েই হওয়ার কথা ৷ 2018 সালের মে মাসের মাঝামাঝি পঞ্চায়েত ভোট হয়েছিল ৷ সেই হিসেবে মাস দুয়েকের মধ্যেই অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পথে ৷ ফলে ওই সময়ের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল ৷ যদিও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি ৷