- নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় - mamata banerjee nomination filling from nandigram live update
![নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় mamata banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10947417-thumbnail-3x2-mamata2.jpg)
mamata banerjee
14:02 March 10
নন্দীগ্রামে আজ দাপিয়ে বেড়াচ্ছে যুযুধান দুপক্ষ ৷ আজই মনোনয়ন পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অপরদিকে, প্রায় একই সময়ে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও ৷ আজ থেকেই মমতা-শুভেন্দু দ্বৈরথের সাক্ষী থাকবে নন্দীগ্রাম ৷
13:45 March 10
- মহকুমাশাসকের অফিসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে রয়েছেন সুব্রত বক্সি
13:45 March 10
- মঞ্জুশ্রী মোড় থেকে হেঁটে মহকুমাশাসকের দফতরে যান তিনি ৷
13:44 March 10
- রোড শো করে মনোনয়ন জমা দিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
13:27 March 10
- এরপরই মনোনয়ন জমা দেবেন তিনি ৷
13:27 March 10
- আজ হলদিয়ায় একটি রোড শো রয়েছেন তাঁর ৷
13:27 March 10
- পুজো দিয়ে হলদিয়ার উদ্দেশে রওনা দেন তৃণমূল সুপ্রিমো ৷
13:26 March 10
- আজই কলকাতা ফিরছেন না তিনি ৷
13:13 March 10
নন্দীগ্রামে শিবমন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : Mar 10, 2021, 3:27 PM IST