খেজুরি, 28 এপ্রিল : হেঁড়িয়াতে কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দেবব্রত দাস, আবু তাহের, চন্দ্রিমা ভট্টাচার্যসহ তৃণমূল নেতা-কর্মীরা ।
পাঁচ বছর চাওয়ালা সেজে নাটক মোদির : মমতা - loksabha campaign
ফাইল ফোটো
2019-04-28 12:27:24
2009 এবং 2014-তে এই কেন্দ্র থেকেই জয়ী হন শিশিরবাবু । তিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন 25 বছর । এবারেও এই সিটে তাঁকে ভরসা করে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিপরীতে বামেদের পরিতোষ পট্টনায়ক, BJP-র দেবাশিস সামন্ত ও কংগ্রেসের দীপককুমার দাস ।
একনজরে কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় -
- BJP-কে গণতন্ত্রের কবর দিন
- BJP-র চেয়ার করছে টলমল, জয় হবে বাংলার
- বাড়াবাড়ি করো না সকলকে বলছি
- 26 তারিখ মালদায় আমাদের কর্মী খুন হয়েছে
- আমরা খুনের রাজনীতি করি না বলে BJP ভালো আছে
- বাংলায় আসছে যদি হিন্দু-মুসলিম ঝামেলা লাগিয়ে একটু ভোট পাওয়া যায়
- কোথাও BJP সিট পাবে না, কেউ ওনাকে দেখছে না
- মুখে কাঁকড় পেলে বুঝবে বাংলা কী
- এবার দিল্লির আসন নয় মোদি পাবে বাংলার লাড্ডু । যাতে খাকবে মাটি আর কাঁকড়
- আগে নির্বাচনের সময় বলত মিত্রোঁ, এখন বলছে শত্রু
- ঘরের মেয়েদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড, পরিষেবা পাওয়া যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত
- মা-মাটি-মানুষ আমাদের সব
- পাঁচ বছর চাওয়ালা সেজে নাটক
- সবার চোখে লিউকোপ্লাস্ট দিয়ে রেখেথেন মোদি
- মিথ্যা কথা বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে BJP
- তিন কোটি ছেলে মেয়ে গত পাঁচ বছরে চাকরি খুইয়েছেন
- BJP-র লোকগুলি সব গ্যাস বেলুন
- শিব আগে জন্মেছে না নরেন্দ্র মোদি আগে জন্মেছে ?
- BJP আগে জন্মেছে না মা দুর্গা ?
- BJP একটা নির্লজ্জ রাজনৈতিক দল
- আমি সব ধর্মের অনুষ্ঠানেই সামিল থাকি
- মোদির সভার টাকার হিসেব নিক কমিশন
- শাড়ি যেমন কালারফুল, ধর্মও তেমন
- BJP-র সভা, মিছিলে গিয়ে টাকা বিলোচ্ছে
- রোজ গিয়ে সবাইকে বলছে আমরা হিন্দু রাষ্ট্র চাই
- BJP সবসময় উস্কানিমূলক কথা বলছে
- আমাকে কী করবে ? খুন করলেও যায় আসে না, পথ দেখাবে বাংলা
- সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছেন মোদি
- মোদি গণতন্ত্র বাতিল করেছে
- নরেন্দ্র মোদি একজন ফ্যাসিস্ট
- BJP-কে আনলে আর কথা বলার সুযোগ পাবেন না
- মুখ্যমন্ত্রী বেশি কাজ করেন
- প্রধানমন্ত্রী আর মুখ্যামন্ত্রীর মধ্যে কোনও পার্থক্য নেই
- কেন্দ্রীয় বাহিনী থাকবে একদিক বাকিদিন তো বাংলার পুলিশই থাকবে
- আমরা এরাজ্যে আছি তাই আপনারা বুঝতে পারছেন না
- নরেন্দ্র মোদি এরাজ্যে ফ্যাসিস্ট একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছে
- BJP-র প্রধানমন্ত্রী মিথ্যাবাদী
- আমাকে খুনের চেষ্টা করেছিল CPI(M), অ্যাসিড মারারও চেষ্টা হয়েছিল
- CPI(M)-এর হার্মাদরা এখন BJP-র জল্লাদ
- যারা আগে লাল জামা গায়ে দিত এখন তারা গেরুয়া জামা গায়ে দিয়েছে
- সুর্যোদয়ের কথা আমি ভুলিনি
- সুজাতা ছাত্র পরিষদ করত তাই ওকে ধর্ষণ করে এর ভাই আর বাবার নামে চারিয়ে দিয়েছিল
- 16 জন মানুষ এই এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছিল, আজও আসেনি
- জেলায় 13টি কর্মতীর্থ হয়েছে
- বামেরা আজ BJP-র কাছে CPI(M)-এর পতাকাকে বিক্রি করে দিয়েছে
- মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা
- বন্দর হলে অনেক কর্মসংস্থান হবে
- তাজপুরে নতুন বন্দর তৈরি হচ্ছে
- লোকে বলে দিঘা এখন বারবার, কারণ দিঘার সৌন্দর্যায়ন হয়েছে
- বন্যা নিয়ন্ত্রণ করতে 700 কোটি টাকা
- বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, অনেকে চাকরি পাবেন
- নন্দীগ্রামসহ গোটা এলাকায় জল দেওয়া হয়েছে
- তমলুকে তৈরি হচ্ছে আড়াইশো কোটি টাকার নতুন মেডিকেল কলেজ
- কাঁথি মহকুমা হাসপাতাল উন্নত করা হয়েছে
- সিঙ্গুর, নন্দীগ্রাম, হেঁড়িয়ার শহিদদের পরিবারকে শ্রদ্ধা
Last Updated : Apr 28, 2019, 2:16 PM IST