পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যে নিজের বউ সম্পর্কে জানে না, সে দেশবাসীকে কী করে জানবে : মমতা - lok sabah election

সম্প্রতি বারাণসী লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করেন নরেন্দ্র মোদি৷ যেখানে তিনি জানান তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 1.41 কোটি টাকা৷ এছাড়াও তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ 1 কোটি 10 লাখ টাকা৷ আয়ের উৎস দেখান ফিক্সজ় ডিপোজ়িট ও তাঁর বেতন৷

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 28, 2019, 10:35 PM IST

তমলুক, 28 এপ্রিল : "যে নিজের বউ সম্পর্কে জানে না, সে দেশবাসীর সম্পর্কে জানবে কী করে?" আজ তমলুকের জনসভা থেকে নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সম্প্রতি বারাণসী লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করেন নরেন্দ্র মোদি৷ যেখানে তিনি জানান তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 1.41 কোটি টাকা৷ এছাড়াও তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ 1 কোটি 10 লাখ টাকা৷ আয়ের উৎস দেখান ফিক্সজ় ডিপোজ়িট ও তাঁর বেতন৷

তবে হলফনামায় স্ত্রীর আয়ের বিষয়ে উল্লেখ করেননি তিনি৷ যা নিয়ে আজ তাঁকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তমলুকের দলীয় প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে জনসভায় তিনি বলেন, "নরেন্দ্র মোদি তুমি কে ভাই? কোথা থেকে এসেছ ভাই? তোমার পরিচয় কী? তুমি নিজের বউয়ের পরিচয় দিতে লজ্জা পাও। তুমি মানুষের পরিচয় কী দেবে? আমি ওনার এফিডেভিট দেখলাম। উনি যেটা ফাইল করেছেন তাতে বউ সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, কত সম্পদ আছে, সম্পত্তি আছে। তাতে লিখেছে, জানা নেই। তার নাকি কিছুই জানা নেই। যে নিজের বউ সম্পর্কে কিছু জানে না, সে দেশের মানুষের সমন্ধে জানবে কী? হোমওয়ার্ক করে না । সে কখনও মানুষটাকে (স্ত্রীকে) জিজ্ঞাসা করেছে কত সম্পত্তি আছে, কী আছে, কোথায় থাকে, কোথায় কাজ করে ? কিসের জন্য এত ইগো? যার এত ইগো, তাকে দেশের প্রধানমন্ত্রী পদে মানায় না৷"

ABOUT THE AUTHOR

...view details