দিঘা, 19 আগস্ট : হাওড়ার প্রশাসনিক বৈঠকের পর তিন দিনের সফরে দিঘায় পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন তিনি । বুধবার করবেন প্রশাসনিক বৈঠক । আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী আচমকাই ঢুকে পড়েছিলেন স্থানীয় বস্তি পরিদর্শনে । মুখ্যমন্ত্রীর আচমকা আগমনে খুশি বস্তিবাসীও । হাওড়া সফর শেষ করেই আজ বিকেলে দিঘা যান মুখ্যমন্ত্রী । সেখানে পৌঁছে নিজেই নামেন জনসংযোগের কাজে । স্থানীয় পদিমা 2 নম্বর পঞ্চায়েতের মৈত্রাপুর গ্রামে গিয়ে করেন জনতার দরবার । শোনেন মৎস্যজীবীদের অভাব-অভিযোগের কথাও । বার্তা দেন সব ধরনের উন্নয়ন করার ।
লোকসভা নির্বাচনে BJP-র উত্থানই প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের । BJP-কে ঠেকাতে একাধিক কৌশল গ্রহণ করেছে বাংলার শাসকদল । প্রশান্ত কিশোরের মতো দুঁদে রাজনৈতিক পর্যবেক্ষককেও নিয়োগ করেছে তৃণমূল । হারানো মাটি ফিরে পেতে জনসংযোগে বাড়তি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিধায়ক-জনপ্রতিনিধিদের জন্য তিনি নিজেই চালু করেছেন 'দিদিকে বলো' কর্মসূচি । এসবের পরও মানুষের মন পেতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন মাঠে ।