পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলুদা আর নেই, ভাবতে পারছে না মহিষাদলের বাসিন্দারা - Mahishadal Rajbari

শুটিংয়ের প্রয়োজনে একাধিকবার এসেছেন মহিষাদলে এসেছেন তাঁদের প্রিয় পুলুদা । রাজবাড়িতে কাটিয়েছেন নানা মুহূর্ত ।

Soumitra Chatterjee
মহিষাদলে সৌমিত্র চট্টোপাধ্যায়

By

Published : Nov 15, 2020, 11:08 PM IST

মহিষাদল, 15 নভেম্বর : লাইট, ক্যামেরা, অ্যাকশন বলার পর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সংলাপ ৷ উদাত্ত কণ্ঠে তাঁর আবৃত্তি ৷ এখনও ভোলেনি মহিষাদলের মানুষ । তাঁর অমৃতলোকে পাড়ি দেওয়ার খবর পৌঁছানো মাত্রই চোখে জল মহিষাদলের বাসিন্দাদের ।

শুটিংয়ের প্রয়োজনে একাধিকবার এসেছেন মহিষাদলে এসেছেন তাঁদের প্রিয় পুলুদা । রাজবাড়িতে কাটিয়েছেন নানা মুহূর্ত । আলোর উৎসবের রোশনাই যখন সকলেই মাতোয়ারা, সেই সময় সৌমিত্রবাবুর প্রয়াণের খবর মানতে পারছেন না মহিষাদলের বাসিন্দারা । প্রসঙ্গত, শুটিংয়ের সূত্রে বাংলা চলচ্চিত্র জগতের একাধিক অভিনেতা মহিষাদলের রাজবাড়ি এসেছেন । কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তাঁরা কেউ এতটা হৃদয়ের কাছাকাছি পৌঁছে যেতে পারেননি । 1975 সালে 'দত্তা' সিনেমার শুটিংয়ে আসেন তিনি ৷ এরপর ফের 2017 সালে পরিচালক সুমন ঘোষের ছবি 'বসু পরিবার' এর শুটিংয়ের জন্য একাধিকবার এই রাজবাড়িতে আসেন তিনি ৷ শুটিংয়ের ফাঁকে অনেকের সঙ্গেই গল্পে মেতে থাকতেন তিনি ৷ মহিষাদলের মানুষের কাছে কখনও তিনি ফেলুদা আবার কখনও বা পুলুদা ৷

গল্পে মেতে থাকতে থাকতে কখনও আবার কবিতা পাঠ করেও শুনিয়েছেন । সকলের কাছে বড্ড নিজের হয়ে ওঠেন তিনি । প্রিয় অভিনেতা যে এতো সহজেই হৃদয়ের বাঁধন ছিন্ন করে অমৃতলোকে পাড়ি দেবেন, তা কেউ স্বপ্নেও ভাবেনি । মহিষাদল রাজবাড়ির পরিচারক স্বপন চক্রবর্তী বলেন, "উনি যে কয়েকদিন মহিষাদল রাজবাড়িতে এসেছিলেন তখনই নিজের মতো করে আমাদের সঙ্গে মিশে গিয়েছিলেন । আমাদের সঙ্গে কত গল্প ও আড্ডা দিয়েছেন । পরিবারেরও খোঁজ নিতেন । ওনার গলায় কত কবিতা শুনেছি । তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন । উনি অসুস্থ হওয়ার পর সকলেই খুব ভেঙে পড়েছিল । কিন্তু কোরোনা থেকে মুক্তি পাওয়ার পর ফের তাঁকে দেখার আশা করেছিলাম । এত দ্রুত চলে যাবেন, স্বপ্নেও ভাবিনি । আমরা সকলে শোকাহত ।"

ABOUT THE AUTHOR

...view details