পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অঙ্কে 1, বাকি বিষয়ে শূন্য ! চক্ষু চড়কগাছ মাধ্যমিক পরীক্ষার্থীর - kolaghat

মাধ্যমিকে 600-র বেশি নম্বর পাওয়ার আশা করেছিল । কিন্তু ফল প্রকাশের পর অবাক পরীক্ষার্থী । অঙ্কে 1 আর বাকি বিষয়ে শূন্য পেয়েছে সে ।

তমালিকা বাগ

By

Published : May 25, 2019, 9:28 AM IST

কোলাঘাট, 25 মে : মাধ্যমিকের ফল প্রকাশের পর একদিকে সৌগতকে নিয়ে উচ্ছ্বসিত পূর্ব মেদিনীপুরের কাঁথি, তখন অন্যদিকে তমালিকার ফলাফল দেখে চক্ষু চড়কগাছ তার পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকার । না, মাধ্যমিকে সৌগতর মতো 694 বা তার থেকে বেশি নম্বর পায়নি তমালিকা । তবে, তার মাধ্যমিকের ফলাফল অবিশ্বাস্যই বটে ! আর হবে নাই বা কেন ? মাধ্যমিকে সে অঙ্কে পেয়েছে 1 আর বাকি সব বিষয়ে শূন্য ।

2018 সালে কোলাঘাটের কোলা ইউনিয়ন গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল দেনান এলাকার তমালিকা বাগ । বাবা পরিতোষ বাগ পেশায় গৃহশিক্ষক । সেবার মাধ্যমিকে অন্যান্য বিষয়ে ভালো নম্বর পেলেও ভৌতবিজ্ঞানে 0, ইতিহাসে 4 ও ভূগোলে 6 পায় । মেয়ের এই ফলাফল সেবারই অস্বাভাবিক মনে হয়েছিল পরিতোষবাবুর । এবছর ফের মাধ্যমিক দেয় তমালিকা । কিন্তু গত মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায় সে অঙ্কে 1 আর বাকি সব বিষয়ে শূন্য পেয়েছে ।

মা ও বাবার সঙ্গে তমালিকা

পরিতোষবাবু বলেন, "মাধ্যমিকের আগে আমি নিজে মেয়ের একাধিক মক টেস্ট নিয়েছি । 600-র বেশি নম্বর পাবে আশা করেছিল তমালিকা । এই ফলাফল একেবারেই বিশ্বাসযোগ্য নয় ।"

কোলা ইউনিয়ন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শৈবালিনী বর্মণ বলেন, "তমালিকা এই ধরনের নম্বর পাওয়ার ছাত্রীই নয় । কোথাও একটা ভুল হচ্ছে । খাতা রিভিউ করার জন্য ওর পরিবারকে বলেছি । তাতেও যদি কোনও সুরাহা না হয়, তাহলে আদালতে যাওয়ার কথা চিন্তা করবে তমালিকার পরিবার ।"

ABOUT THE AUTHOR

...view details