পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Digha on high alert : বঙ্গোপসাগরে নিম্নচাপ, উত্তাল দিঘায় সতর্কবার্তা জারি প্রশাসনের - দিঘা

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ।

digha
digha

By

Published : Sep 12, 2021, 6:32 PM IST

দিঘা, 12 সেপ্টেম্বর : গভীর নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র ৷ সেই আশঙ্কা থেকে দিঘার সমুদ্র উপকূল এলাকায় জারি হল সতর্কতা ৷ দিঘায় ঝিরঝির বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া শুরু হয়েছে । পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে সমুদ্র । সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তার উপর আছড়ে পড়ছে ৷

এমনিতেই আজ রবিবার ৷ ছুটির দিনে দিঘার সমুদ্র সৈকতে বহু পর্যটকের ভিড় ছিল ৷ কিন্তু নিম্নচাপের জেরে আজ সমুদ্র ছিল উত্তাল ৷ সমুদ্রের জলোচ্ছ্বাস গার্ডওয়াল টপকে যায় । তাই দিঘা পুলিশ প্রশাসনের তরফে থেকে পর্যটকদের গার্ডওয়ালের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি সমুদ্রে মৎসজীবীদের যেতে বারণ করা হয়েছে । যে সকল মৎস্যজীবীরা মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে । গত 7 সেপ্টেম্বর সরকারি নির্দেশ উপেক্ষা করে মাছ ধরতে বেরিয়ে বিপাকে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার নামখানার একটি ইঞ্জিন চালিত নৌকা । তাই এবার কড়া সতর্ক জারি করেছে প্রশাসন । কোনওভাবেই যাতে ট্রলার বা নৌকা মাছ ধরতে না যায় সেদিকে নজর রাখার কথা বলেছে রামনগর ব্লক প্রশাসন ৷

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 24 ঘণ্টায় নিম্নচাপ ঘনীভূত হয়ে আরও কিছুটা শক্তিবৃদ্ধি করবে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থানের পূর্বদিক থেকে ওড়িশা পুরীর উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়াও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি গুজরাত মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা পর্যন্ত বিস্তৃত ।

আরও পড়ুন : Digha Fishermen : দিঘায় ট্রলারডুবি, সাঁতরে তীরে পৌঁছলেন 6 মৎস্যজীবী

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় । আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details