তমলুক, 12 জানুয়ারি : স্বামীর সঙ্গে আর ঘর করতে চান না ৷ তাই স্বামীকে ছেড়ে চলে আসেন মানসী পতি রানা ৷ সনাতন জানার সঙ্গে নতুন করে সংসারের স্বপ্ন দেখেন ৷ সেই মতো দু'জনে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ৷ মাত্র পাঁচদিনই হয়েছিল তাঁদের এই নতুন সংসারের ৷ এরই মধ্যে আজ গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় মানসীর ৷ জিজ্ঞাসাবাদের জন্য মানসীর স্বামী ও সনাতনকে আটক করেছে পুলিশ ৷
বছর একুশের মানসী পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ কয়েক বছর আগে মন্টু রানার সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে ৷ এর মধ্যে ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা সনাতন জানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় মানসীর ৷ তমলুকে রাধাবল্লবপুরে সনাতনের একটি মাংস দোকান রয়েছে ৷ লুকিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকে তাঁদের এই সম্পর্ক ৷ এক বছর আগে মন্টু এই সম্পর্কের কথা জানতে পারেন ৷
স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা ৷ ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত ৷ তমলুক আদালতে চলে বিবাহ বিচ্ছেদের মামলাও ৷ পাঁচদিন আগে তমলুকের আবাসবেড়িয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সনাতনের সঙ্গে থাকতে শুরু করেন মানসী ৷ আজ এইভাবে মানসীর দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কে বাড়ির মালিক ভারতী ঘড়া ৷ জানান, "পাঁচদিন আগে স্বামি-স্ত্রীর পরিচয় দিয়ে তারা বাড়ি ভাড়া নেয় ৷ কোনও অস্বাভাবিকতা এই ক'দিনে লক্ষ্য করিনি ৷ আজ হঠাৎ এই ঘটনা কেন হল, কল্পনার বাইরে ৷"
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবতি, উদ্ধার মৃতদেহ প্রতক্ষ্যদর্শীরা বলেন, "বাড়ির কাছে খাল পাড়ে মানসীর রক্তাক্ত দেহ পড়ে ছিল ৷" সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ মৃতদেহ উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ প্রাথমিকভাবে এটা খুন বলেই মনে করছে পুলিশ ৷ তাদের ধারণা, ধারালো কোনও অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য মানসীর স্বামী মন্টু ও সনাতনকে আটক করেছে পুলিশ ৷