দিঘা, 5 মে: গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরের একটি পেট্রল পাম্পের কাছে ৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা একটি গাড়ির ধাক্কায় যুবক প্রাণ হারিয়েছেন ৷ বিরোধী দলনেতার কনভয় 116বি জাতীয় সড়ক ধরে চণ্ডীপুর দিয়ে যাচ্ছিল ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ এই পথ দুর্ঘটনা হয় ৷ স্থানীয়দের দাবি, গাড়ির গতিতে বেশি ছিল বলেই এই দুর্ঘটনা । তাতে মৃত্যু হয় শেখ ইসরাফিলের (33) । প্রতিবাদে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ বিক্ষোভকারীদের দাবি, শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷ না-হলে তাঁরা অবরোধ তুলবেন না ৷ এই অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷ আটকে পড়ে পণ্য বোঝাই গাড়ি থেকে পর্যটকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷