দিঘা, 12 জুন: দীর্ঘ প্রায় আড়াই মাস পর গতকাল খুলেছে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। প্রশাসনের নির্দেশ মেনে পর্যটকদের জন্য খোলা হয়েছে হোটেল। তবে হোটেল খুললে বাইরে থেকে পর্যটকদের আনাগোনা বাড়বে। ফলে কোরোনা সংক্রমণের আশঙ্কায় আজ হোটেলগুলি বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।
বুধবার হোটেল মালিক অ্যাসোসিয়েশনের বৈঠকের পর দিঘার হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই মতো হোটেল মালিকেরা পর্যটকদের জন্যে হোটেলের দরজা খুলে দেন । পর্যটন কেন্দ্র খুলতেই গুটি কয়েক পর্যটক মোটর বাইকে করে আসতে শুরু করেছিলেন দিঘার হোটেলগুলিতে। এরপরেই স্থানীয় মহিলারা পর্যটকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান পর্যটকরা।