পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘায় পর্যটকদের ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের - দিঘা পর্যটন কেন্দ্র

পর্যটকদের জন্যে গতকাল থেকেই দিঘাতে খুলেছে হোটেল । তবে হোটেল খুলতেই কোরোনা সংক্রমণের আশঙ্কায় হোটেল বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা।

দিঘায় কোরোনা আতঙ্ক
দিঘায় পর্যটকদের ঘিরে বিক্ষোভ

By

Published : Jun 12, 2020, 7:45 PM IST

দিঘা, 12 জুন: দীর্ঘ প্রায় আড়াই মাস পর গতকাল খুলেছে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। প্রশাসনের নির্দেশ মেনে পর্যটকদের জন্য খোলা হয়েছে হোটেল। তবে হোটেল খুললে বাইরে থেকে পর্যটকদের আনাগোনা বাড়বে। ফলে কোরোনা সংক্রমণের আশঙ্কায় আজ হোটেলগুলি বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।

বুধবার হোটেল মালিক অ্যাসোসিয়েশনের বৈঠকের পর দিঘার হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই মতো হোটেল মালিকেরা পর্যটকদের জন্যে হোটেলের দরজা খুলে দেন । পর্যটন কেন্দ্র খুলতেই গুটি কয়েক পর্যটক মোটর বাইকে করে আসতে শুরু করেছিলেন দিঘার হোটেলগুলিতে। এরপরেই স্থানীয় মহিলারা পর্যটকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান পর্যটকরা।

স্থানীয়রা জানিয়েছেন, পর্যটকরা এলে বাজার-হাট সব জায়গায় ঘুরে বেরাবেন। এতে দিঘা শহরে কোরোনার সংক্রমণ ছড়াতে পারে। তাই তাদের দাবি, আগামী এক মাস দিঘা পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হোক। কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পর্যটকদের জন্য খোলা হোক দিঘা।

এবিষয়ে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা দাস মহাপাত্র বলেন, “ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

ABOUT THE AUTHOR

...view details