পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁথিতে জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ - kanthi

আমফানের জেরে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা । কিছু কিছু জায়গায় এখনও বন্ধ রয়েছে জল ও বিদ্যুৎ পরিষেবা । একাধিকবার পৌরসভায় জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ কাঁথি শহর লাগোয়া শেরপুর এতোয়াড়িবাঢ়ের বাসিন্দাদের । সেই কারণেই আজ জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ।

ছবি
ছবি

By

Published : May 23, 2020, 3:42 PM IST

কাঁথি, 23 মে : আমফানের তাণ্ডবে চারিদিকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে । বেশ কিছু জায়গায় এখনও বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি । পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে । পৌরসভা থেকে শুরু করে বিদ্যুৎ অফিসে জানিয়েও কোনও লাভ না হওয়ায় আজ জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর লাগোয়া শেরপুর এতোয়াড়িবাঢ় এলাকার।

আমফানের জেরে ওই এলাকা জল ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে । এলাকাবাসী পৌরসভায় গিয়ে তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন । কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে আজ বেলার দিকে দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । স্থানীয়দের দাবি, পরিষেবা চালু না হওয়া পর্যন্ত তাঁরা অবরোধ চালিয়ে যাবেন । পরে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তারপর দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক যানজটমুক্ত হয়।



এক অবরোধকারী নন্দন বেরা বলেন, " ঘূর্ণিঝড়ের পর থেকে আমাদের এলাকায় জল ও বিদ্যুৎ নেই। আমরা বিভিন্ন জায়গায় মৌখিক অভিযোগ করেছি । তা সত্ত্বেও এখনও পর্যন্ত জল এবং বিদ্যুৎ না আসায় আমরা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছিলাম । কিন্তু প্রশাসন এসে আমাদের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নিই। এরপরেও যদি জল ও বিদ্যুৎ না আসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

ABOUT THE AUTHOR

...view details