কাঁথি, 28 সেপ্টেম্বর : সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান থেকে গ্রামের মহিলাদের কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে কাঁথি তিন নম্বর ব্লকের ভাজা চাওলি এলাকা । এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায়ই এই মদ দোকান থেকে মদ্যপান করে রাস্তায় পথচলতি মহিলাদের উদ্দেশে কটূক্তি ও নানা অঙ্গভঙ্গি করা হয় । যার জেরে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে পড়েছে ।
এলাকায় নানা অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে বিশেষ করে মেয়েদের নিরাপত্তার দাবিতে পাঁচ থেকে সাতটি গ্রামের বাসিন্দারা গণ স্বাক্ষর করে মদ বিরোধী নাগরিক কমিটি গঠন করে একজোট হয়েছে ৷ আজ মারিশদা থানার OC এবং কাঁথি তিন নম্বর ব্লকের BDO ও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে ডেপুটেশনের কর্মসূচি ছিল তাঁদের ৷ এই কর্মসূচিতে যাওয়ার জন্য মদ বিরোধী নাগরিক কমিটির সদস্যরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রওনা দেয় । ঠিক এই সময় রাস্তার উপর দুষ্কৃতীরা অতর্কিতভাবে মদবিরোধী নাগরিক কমিটির সদস্যদের উপর আক্রমণ চালায় । কমিটির নেতৃত্ব অশ্বিনী ঘোড়াই ,বলাই মণ্ডল ,কবিতা মণ্ডল, প্রভঞ্জন জানাসহ আরও কয়েক জনকে মারধর করা হয় এবং মেয়েদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ ।