কাঁথি, 3 ডিসেম্বর: রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাসভবন শান্তিকুঞ্জ থেকে দূরত্ব মেরেকেটে 100 মিটার ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) প্রভাতকুমার কলেজের মাঠে আজ, শনিবার সভা করবেন রাজ্যের শাসকদলের সেকেন্ড ইন কম্য়ান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Rally) ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ এই সভামঞ্চ থেকে কী বার্তা দেন, তা জানতে মুখিয়ে রয়েছেন স্থানীয় নেতা ও কর্মীরা ৷ ঘোষিত নির্ঘণ্ট অনুসারে, এদিন দুপুর একটা নাগাদ কাঁথিতে পৌঁছবেন অভিষেক ৷ এদিকে, ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গিয়েছেন তৃণমূলের প্রথম সারির রাজ্যনেতা তথা মুখপাত্র এবং পূর্ব মেদিনীপুরে দলের দায়িত্বে থাকা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ সভাস্থলের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই তাঁর এই উপস্থিতি বলে দাবি সূত্রের ৷
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তাঁর অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অভিষেকের কাঁথিতে এটি তৃতীয় কর্মসূচি ৷ এর আগে কাঁথি-3 ব্লকের দইসাই মাঠে সভা করেছিলেন অভিষেক ৷ তারপর কাঁথি শাহরে মিছিলও করেছিলেন তিনি ৷ কিন্তু, এই প্রথম কার্যত শান্তিকুঞ্জের দোরগোড়ায় হাজির শান্তিনিকেতনের (অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কলকাতার বাসভবন) কর্তা ! এদিনের সভায় অন্তত 1 লক্ষ লোক আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৷ সেই মতোই করা হয়েছে যাবতীয় বন্দোবস্ত ৷
আরও পড়ুন:কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে দায়ী তৃণমূল, দাবি শুভেন্দু-দিলীপের
শনিবার সকালে সভাস্থলে এসে দেখা গেল, মঞ্চ বাঁধার কাজ শেষ ৷ সাংসদের নিরপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা সভাস্থল চারিদিক দিয়ে ঘিরে ফেলেছেন ৷ অভিষেকের গাড়ি কোন পথে আসবে, কোন পথেই বা সভামঞ্চ পর্যন্ত পৌঁছবে, সেসব আগেই স্থির করা হয়ে গিয়েছে ৷ একইসঙ্গে, মঞ্চে দলের নেতানেত্রীদের মধ্যে কারা উপস্থিত থাকবেন, সেই তালিকাও তৈরির কাজ শেষ ৷ সূত্রের খবর, দলীয় নেতৃত্বের মধ্যস্থতায় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাই এই তালিকা তৈরি করেছেন ৷ অন্যদিকে, তৃণমূল কর্মীরা কোন পথে সভাস্থলে আসবেন, তাঁদের নিয়ে আসা ছোট, বড় গাড়িগুলি কোথায় দাঁড় করানো হবে, সব স্থির করে রাখা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সভামঞ্চে প্রবেশের মুখে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা থাকছে ৷ প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশ ৷ তারপরেই থাকবে ডিআইবি ৷ আর সব শেষে থাকবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষীরা ৷ এছাড়াও, সভাস্থলে প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
দলীয় কর্মীদের জন্যে কাঁথি শহরের বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ তমলুক, হলদিয়া, চণ্ডীপুর, বজকুল, খেজুরি, হেঁড়িয়া এলাকা থেকে কর্মীদের নিয়ে আসা যানবাহন রাখার জন্যে মেচেদা বাইপাস ও চাঁদবেড়িয়া মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ দিঘা, রামনগরের দিক থেকে যে যানবাহনগুলি আসবে, সেগুলি দিঘা বাইপাসে পার্কিং করা হবে ৷ এগরা, পটাশপুরের দিক থেকে যে সকল যানবাহন আসবে, সেগুলি খড়গপুর বাইপাস, চাঁদবেড়িয়া মাঠে রাখার ব্যবস্থা থাকছে ৷ শহরের চারিদিক থেকে কর্মীরা হেঁটে মিছিল করে এসে কাঁথির কলেজ মাঠের সামনের দিক থেকে সভাস্থলে ঢুকবেন ৷ মাঠের উলটোদিকে ফাঁকা জায়গায় থাকবে ভিআইপি ও পুলিশ আধিকারিকদের গাড়ি ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কলেজ মাঠের পিছন দিক দিয়ে মঞ্চের কাছে পৌঁছবে ৷
এদিকে, এদিনই অভিষেকের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে পালটা সভা করছেন শুভেন্দু অধিকারী ৷ শনিবার সকালে নির্দিষ্ট সময়েই তাঁর কনভয় বেরোতে দেখা যায় ৷ সাংবাদিকরা বিরোধী দলনেতার দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিলেও গাড়ির বন্ধ কাচ নামাননি শুভেন্দু ৷ উল্লেখ্য, শান্তিনিকেতনের কর্তার সভা ঘিরে যাতে শান্তিকুঞ্জের শান্তি বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে সেই বাড়ির আশপাশেও এদিন নিরাপত্তাবলয় জোরদার করা হয়েছে ৷