পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনাজয়ী নেতাকে সংবর্ধনা , বিধি ভেঙে বিতর্কে তৃণমূল - কাঁথির খবর

কোরোনাজয়ী নেতাকে সংবর্ধনা জানাতে প্রায় দু'হাজার মানুষের জমায়েত । কোরোনা আবহে তৃণমূলের সংবর্ধনা সভাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক ।

তরুণ জানা
তরুণ জানা

By

Published : Sep 15, 2020, 10:42 PM IST

কাঁথি, 15 সেপ্টেম্বর : কোরোনাজয়ী তৃণমূল নেতাকে সংবর্ধনা জানাতে জমায়েত । আর এই জমায়েত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দুই নম্বর ব্লকের সহকারি সভাপতি তরুণ জানা সম্প্রতি কোরোনামুক্ত হন । তাঁকে সংবর্ধনা জানাতে প্রায় দু'হাজার মানুষের জমায়েত ।

কাঁথি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত অফিসের বারান্দায় অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় । সেখানেই চেয়ার পেতে নেতাকে ফুলের স্তবক, চন্দনের ফোঁটা দেওয়া হয় । প্রায় দশ ফুট লম্বা তেরঙ্গা ফুলের মালাও পরানো হয় তরুণ জানাকে । কোরোনা আবহে তৃণমূলের সংবর্ধনা সভাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক ।

BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "কোরোনাকে অবহেলা করে জমায়েত করেছে রাজ্যের শাসক দল । কোরোনা সংক্রান্ত বিধিনিষেধ না মেনেই এই সংবর্ধনা সভা হল । সেখানে তাঁদের সাহায্য করছে পুলিশ প্রশাসন । অথচ BJP-র কোনও দলীয় সভা বা কর্মসূচি বিধি মেনে করতে চাইলেও কোরোনার অজুহাত দেখিয়ে বাধা দেওয়া হয় ।

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে ব্লকের সহকারি সভাপতি তরুণ জানা বলেন , “দীর্ঘদিন পর আমি পঞ্চায়েত সমিতিতে এসেছি । তাই আজ একটি উন্নয়নী সভার ডাক দেওয়া হয়েছিল । কিন্তু তাঁদের কাউকে ডাকা হয়নি । যাঁরা এসেছেন তাঁরা ভালোবাসার টানে এসেছেন। BJP সামান্য এই ঘটনা নিয়ে রাজনীতি করছে ।”

ABOUT THE AUTHOR

...view details