পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যবিধি না মেনেই দোকান খুলল কাঁথিতে - লকডাউন

শনিবার , মহকুমা শাসক বাজার ব্যবসায়ী সংগঠনের সবাইকে ডেকে বৈঠক করে বেশ কয়েকটি সরকারি নির্দেশিকা জারি করে দোকান খোলার অনুমতি দেন ৷ কিন্তু দোকান খোলার সঙ্গে সঙ্গে চিত্রটা অন্যরকম দেখা গেল । দোকান খুলতেই উপচে পড়া ভিড় । কারও মুখে মাস্ক আছে । আবার কারও মুখে মাক্স নেই । আর সামাজিক দূরত্ব তো মেনে চলা তো দূরের কথা ৷ ঘা ঘেঁষে বাজার করতে দেখা গেল সবাইকে ৷

Kanthi
কাঁথি

By

Published : May 11, 2020, 11:41 PM IST

কাঁথি , 11 মে : পূর্ব মেদিনীপুর জেলাকে রেড জ়োন হিসাবে ঘোষণা করা হলেও কাঁথি মহকুমা কনটেইনমেন্ট জ়োন নয় । কারণ , কাঁথি মহকুমায় আজ পর্যন্ত একটিও কোরোনা রোগীর খোঁজ পাওয়া যায়নি । তাই সরকারি ঘোষণা অনুযায়ী , আজ সকাল থেকে বাজার হাট খোলার অনুমতি দিলেন মহকুমা শাসক । কাপড়ের দোকান, ফাস্ট ফুড দোকান, ইলেকট্রিক দোকান ,কাঠের আসবাবের দোকান খোলা রয়েছে । বেশ কয়েকটি সেলুন দোকান খোলা রয়েছে । শনিবার , মহকুমা শাসক বাজার ব্যবসায়ী সংগঠনের সবাইকে ডেকে বৈঠক করে বেশ কয়েকটি সরকারি নির্দেশিকা জারি করেছেন । তিনি সেখানে বলেন , "এই সরকারি নির্দেশিকা মেনে আপনাদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে । "

কিন্তু দোকান খোলার সঙ্গে সঙ্গে চিত্রটা অন্যরকম দেখা গেল । দোকান খুলতেই উপচে পড়া ভিড় । কারও মুখে মাস্ক আছে । আবার কারও মুখে মাক্স নেই । আর সামাজিক দূরত্ব তো মেনে চলা তো দূরের কথা ৷ ঘা ঘেঁষে বাজার করতে দেখা গেল সবাইকে ৷

কাঁথি বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা তিমির বরণ দাস বলেন , ‘‘আমরা কয়েকদিন আগে কাঁথি প্রশাসনের কাছে দোকান খোলার জন্য অনুমতি চেয়েছিলাম । পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারি ,কাঁথি মহকুমা শাসক সহ আরও অনেকেই গত কয়েকদিন আগে মহাকুমা শাসকের মিটিং হলে সরকারি নির্দেশ মেনে দোকান খোলার অনুমতি দেন । কিন্তু অনেকদিন দোকান বন্ধ থাকার কারণে বহু দোকানের মালিকদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি । তাই কিছু ভুল ত্রুটি হয়েছে । আজ প্রথম দিন ৷ আশা করি , আগামীদিনে আর কোনওরকম ভুল হবে না ৷ ’’

কাঁথি পৌরসভার পৌরপিতা সৌমেন অধিকারী বলেন , ‘‘কয়েকদিন আগে আমরা বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং ডেকেছিলাম ৷ সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে , সরকারি নির্দেশ মেনে দোকান খোলা যাবে ৷ আর এই সরকারের নির্দেশ যে মানবে না তার ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ৷ ’’

দোকানদার বাচ্চু আগারওয়াল বলেন , ‘‘আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলেছি । কোনও গ্রাহক প্রথমে ঢোকার আগে তাঁদের থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজ়ড করা হচ্ছে । এমনকী , আমাদের 800 ফুটের দোকান আছে এবং 20 থেকে 25 জনের বেশি আমরা দোকানে প্রবেশ করতে দিচ্ছি না । ’’

কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য বলেন , ‘‘রাজ্যের মুখ্য সচিবের নির্দেশে আমরা দোকান মালিকদের নিয়ে আলোচনা করেছি । তারপরে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । এবং আগামীকাল থেকে সতর্কীকারণ হিসাবে মাইকে প্রচার করা হবে । আমরা সমস্ত বিষয়ের উপর নজর রেখেছি ।’’

ABOUT THE AUTHOR

...view details