পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari-Kunal Ghosh : পিছুটান নেই, বললেন শুভেন্দু ; কটাক্ষ কুণালের - Kunal Ghosh Slams Suvendu Adhikari in Twitter

তমলুকের একটি সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, তাঁর কোনও পিছুটান নেই ৷ শুভেন্দু এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও (Mamata Banerjee) কটাক্ষ করেন ৷ শুভেন্দুর পিছুটান না থাকার মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে কটাক্ষে করেন বিরোধী দলনেতাকে ৷

মমতাকে কটাক্ষ শুভেন্দুর
মমতাকে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Sep 6, 2021, 8:11 AM IST

Updated : Sep 6, 2021, 9:27 AM IST

কাঁথি, 6 সেপ্টেম্বর : তমলুকের একটি সভা থেকে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷ কলকাতায় একটি পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর মুখের আদলে প্রতিমা তৈরি হওয়া নিয়ে তাঁর সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Adhikari) ৷ এটা মুখ্যমন্ত্রী অহংকারের বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি ৷ সেই সঙ্গে শুভেন্দু স্পষ্ট জানান, তাঁকে ভয় দেখিয়ে লাভ নেই ৷ কারণ তার কোনও পিছুটান নেই ৷ শুভেন্দুর এমন মন্তব্যের পরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁকে টুইটারে কটাক্ষ করেন ৷

তমলুক সাংগঠনিক জেলার টিচার্স সেলের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের তমলুক পদুমবসান এলাকায় একটি গেস্ট হাউসে শিক্ষক দিবস উদযাপন ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতাকে আক্রমণ করেন শুভেন্দু ৷ বলেন, "আমাকে ভয় দেখিয়ে লাভ নেই ৷ আমার বাবা-মা ছাড়া কোনও পিছুটান নেই ৷ আমি ভয় পাই না ৷ বাবা-মাকে ভাল রাখার দায়িত্ব আমার । আমার চাওয়া-পাওয়ার কিছু নেই । কলকাতার এক পুজো মণ্ডপে দুর্গা মূর্তির বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসিয়ে দুর্গা মাকে অপমান করা হয়েছে । ওই মূর্তি সরিয়ে যদি দুর্গা মায়ের মূর্তি বসান, তাহলে বুঝব আপনি প্রকৃত দেবীর আরাধনা করেন । না হলে বুঝব আপনার অহংকার, আপনার দ্বম্ভ আপনাকে গ্রাস করেছে, যা বেশিদিন টিকবে না ।"

পাশাপাশি বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রীর মন্ত্রপাঠ নিয়েও তাঁকে কটাক্ষ করেন শুভেন্দু ৷ তাঁর দাবি মমতা সরস্বতী মন্ত্র, চণ্ডী মন্ত্র ভুল পাঠ করেন ৷ শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী নিজে যদি সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন ! তাহলে তিনি শিশুদের কী শিক্ষা দেবেন ?"

মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় মন্ত্র ভুল উচ্চারণ করেন বলে অভিযোগ করেন শুভেন্দু ৷

এদিকে শুভেন্দুর পিছুটান নেই বলে মন্তব্যের পাল্টা খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ টুইটারে কুণাল লেখেন, "ওওও... শুভেন্দু পিছুটান নেই টাইপ নাটক অন্যত্র কোরো । সিবিআই, ইডি-র ভয়ে টিএমসি আর সরকারের সব ক্ষমতায় থাকার পর গ্রেফতারি এড়াতে যে দলবদল করে, তার আবার ডায়লগবাজি ! বাঘছাল পরা বিড়াল । একজন সব চক্রান্ত জেনেও বুক চিতিয়ে দিল্লি গেল । ইডিতে যাবে । তাকে বাঘ বলে । কাল সিআইডিতে না গেলে বুঝব বিড়াল ৷" এদিন অর্থাৎ সোমবারই শুভেন্দুর নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিআইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে ৷ এদিন শুভেন্দুকে তা নিয়েও খোঁচা দিলেন কুণাল ৷

গতকাল তমলুকে বিজেপির শিক্ষক সংগঠনের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল-সহ অন্যরাও । সেখানে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মালা দিয়ে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু ৷ তারপর শিক্ষকদের ফুলের তোড়া, উত্তরীয় এবং উপহার তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় ।

আরও পড়ুন : Teachers' Day: শিক্ষক দিবসে সম্মানিত প্রেসিডেন্সি সংশোধনাগারের ছয় বন্দি

Last Updated : Sep 6, 2021, 9:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details