কাঁথি, 17 জুলাই:'21 জুলাই ধর্মতলা চলো' । এদিন তার সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ডরমোটরি মাঠে একটি জনসভার আয়োজন করে তৃণমূল-কংগ্রেস। সেখানেই শুভেন্দু অধিকারীকে ফের একহাত নেন কুণাল ঘোষ (Kunal Slams Suvendu in Contai) ৷
সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরি, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, তৃণমূল-কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্বরা। সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন রাজ্য থেকে জেলা নেতৃত্বরা ৷ জনসভায় অংশ নেন কয়েক হাজার কর্মী-সমর্থকরা। তৃণমূল কর্মী, সমর্থকদের গান করে উজ্জীবিত করেন বাবুল সুপ্রিয় ৷ বিগত দিনে অধিকারী পরিবারের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন কুণাল ঘোষ।
রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, শিশির অধিকারীর রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বলেন, "তৃণমূলের থেকে জিতে তাঁরা বিজেপিকে ভোট দিতে দিল্লি গিয়েছেন।" বক্তব্যর প্রথম থেকে শেষ পর্যন্ত অধিকারী পরিবারকে আক্রমণ করেন নেতৃত্বরা ৷ তৃণমূল-কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী কাঁথিতে সারদা-কর্তার থেকে বিপুল টাকা নিয়েছেন। চুরি করে কাঁথির মানুষকে শেষ করে দিয়েছেন। অবিলম্বে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীকে জেলে ঢোকানো হোক ৷" এছাড়াও শুভেন্দু অধিকারীকে বাসের পকেটমারের সঙ্গে তুলনা করেন কুণালবাবু ৷
কাঁথির সভা থেকে বিরোধী দলনাতাকে তীব্র কটাক্ষ কুণালের আরও পড়ুন :রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে হোটেলে 'বন্দি' বিজেপি'র 69 বিধায়ক
তিনি আরও বলেন, "কাঁথি পৌরসভা থেকে সারদার ফাইল উধাও। ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুক।" পাশাপাশি বিগত দিনে কাঁথি পৌরসভার দুর্নীতি নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের সামনে নথি পেশ করেন তিনি। কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় বলেন, "মানুষ হচ্ছে কাঁথির অধিকারী। কোনও পরিবার নয় ৷" প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "2024 সালের পর বিজেপি দলকে দূরবীন দিয়ে দেখতে হবে। আর কোনও উপায় থাকবে না। যদিও তৃণমূলের সভার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপিকে কটাক্ষ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি অধিকারী পরিবারের কোনও সদস্যেরও।