পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh: ক্ষমা না চাইলে শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ করানোর হুঁশিয়ারি কুণালের - Ramnagar in Purba Medinipur

"যে জুতোগুলো পড়ে বীরবাহা হাঁটছেন পুরনো হয়ে গেলে ফেলে দেবেন না । যদি শুভেন্দু ক্ষমা না চায় তাহলে আপনার জুতো পালিশ করিয়ে ছাড়ব (Kunal Ghosh Slam Suvendu Adhikari)।" পূর্ব মেদিনীপুরের রামনগরে পথযাত্রায় এসে এমনই বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

Kunal Ghosh
ক্ষমা না চাইলে শুভেন্দুকে বীরবাহার জুতো পালিশ করানোর হুঁশিয়ারি কুণালের

By

Published : Nov 27, 2022, 9:43 AM IST

রামনগর (পূর্ব মেদিনীপুর), 27 নভেম্বর: ক্ষমা না চাইলে শুভেন্দু অধিকারীকে দিয়ে (Suvendu Adhikari) বীরবাহার জুতো পালিশ করানোর হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Slam Suvendu Adhikari) ৷

রামনগরের সভা থেকে শনিবার কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "আমি বীরবাহাকে অনুরোধ করব, যে জুতোগুলো পড়ে আপনি হাঁটছেন পুরনো হয়ে গেলে ফেলে দেবেন না । যদি শুভেন্দু ক্ষমা না চায় তাহলে ওঁকে দিয়ে আপনার জুতো পালিশ করিয়ে ছাড়ব।"

মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) কটাক্ষ করে কুণাল বলেন, "মিঠুন চক্রবর্তী নাকি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে । তাই তিনিও দলত্যাগ করেছেন । কিন্তু মিঠুন চক্রবর্তীর জেনে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দল ছেড়ে তৃণমূলে যোগদান করেননি । তিনি তৃণমূল দলটাকে গঠন করেছেন । যেদিন মিঠুনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভায় পাঠিয়েছিলেন সেদিন এই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করেছিলেন । আর বলেছিলেন কেউ আমাকে সম্মান দেয়নি । এই বোন আমাকে সম্মান দিলেন । সেই মিঠুনই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন । আসলে উটিতে তিনি একটা হোটেল নাকি করেছেন । সেখানে সমস্যায় পড়েছেন । সেই সমস্যা সমাধানে বিজেপিতে যোগদান করেছেন । একইভাবে সমস্যায় পড়েই শুভেন্দু অধিকারী যোগদান করেছেন । মিঠুনও একই কারণে যোগদান করেছেন বিজেপিতে । আসলে এরা একই গোয়ালের গরু । গদ্দার আর বেইমান ।"

ক্ষমা না চাইলে শুভেন্দুকে বীরবাহার জুতো পালিশ করানোর হুঁশিয়ারি কুণালের

আরও পড়ুন:মমতাই রাজনৈতিক গুরু, বিজেপির সঙ্গে না থাকলেও আমার টিআরপি একই থাকবে, মন্তব্য মিঠুনের

তিনি আর বলেন, "অভিনেতা মিঠুনকে আমরা পছন্দ করি । বাংলার গর্ব । কিন্তু রাজনৈতিক মিঠুন চক্রবর্তী, নেতা মিঠুন চক্রবর্তী বাংলার কলঙ্ক । তিনি নাকি বলেন ছোটবেলায় নকশাল করতেন । নন্দীগ্রামের সময় সিপিএমের সমর্থনে কলকাতাযর মিছিলে পা মিলিয়ে ছিলেন । তাঁকে অ্যারেস্ট করা দরকার । তিনি অ্যালকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন । সিবিআই-এর উচিত মিঠুন চক্রবর্তীর কলার ধরে জেলে ঢোকানো ।" কুণালের প্রশ্ন , "চিটফান্ডের মালিক গ্রেফতার হলে মিঠুন চক্রবর্তী গ্রেফতার হবেন না কেন ? সেলিব্রিটি বলে ?"

কুণাল বলেন, "আপনার (অখিল গিরি) হাতে জেল দফতর ৷ সিবিআই শুভেন্দুকে কদিন বাঁচাবে ৷ ধুয়ে মুছে সাফ করে দিন ৷ ওঁর দিল্লির কাকারা বুঝতে শুরু করেছে ও বাঘছাল পড়া বিড়াল ৷ আপনার (অখিল গিরি) ডিপার্টমেন্টে জেলের একটা ওয়ার্ড একটু ধুয়ে মুছে রাখুন, কলার ধরে শুভেন্দুকে আপনার কাছে পৌঁছে দেব ৷"

ABOUT THE AUTHOR

...view details