কুণাল ঘোষের নিশানায় শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রাম, 7 জানুয়ারি: "শহিদের রক্তে নিজের কেরিয়ার তৈরি করেছেন শুভেন্দু অধিকারী ৷ তাই ওঁর শহিদ স্মরণ অনুষ্ঠান করার কোনও অধিকারই নেই ৷" শনিবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রামে (Nandigram) আয়োজিত শহিদ স্মরণ অনুষ্ঠান থেকে (Martyr Remembrance Ceremony) ঠিক এই ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷
উল্লেখ্য, নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন 2007 সালের 7 জানুয়ারি এখানে শেখ সেলিম-সহ মোট তিনজনের মৃত্যু হয় ৷ এছাড়াও, বিভিন্ন সময় একাধিক আন্দোলনকারীকে নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে ৷ তাঁদের সকলকেই পরবর্তীতে শহিদের সম্মান দেওয়া হয় ৷ নন্দীগ্রাম পরবর্তী সময় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রামে আয়োজিত বাৎসরিক শহিদ স্মরণ অনুষ্ঠানে সামিল হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতেই ছবিটায় বদল আসে ৷
আরও পড়ুন:'নন্দীগ্রাম না থাকলে, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন', নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
এরপর থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে একটির বদলে দু'টি অনুষ্ঠান হতে শুরু করে ৷ এর মধ্য়ে বিজেপির নেতা, কর্মী ও অনুগামীদের নিয়ে একটি কর্মসূচিতে সামিল হন শুভেন্দু ৷ অন্যটিতে থাকেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ ইদানীং দ্বিতীয় আয়োজনের নেতৃত্বে থাকছেন কুণাল ঘোষ ৷ এদিনও সেই মতোই বন্দোবস্ত করা হয়েছিল ৷ একদিকে, শুভেন্দু অধিকারী তাঁদের শহিদ স্মরণ অনুষ্ঠান থেকে আবাস দুর্নীতি-সহ নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন ৷ অন্যদিকে, অন্য অনুষ্ঠান থেকে বিরোধী দলনেতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ ৷
এদিন কুণাল বলেন, "তিনটি কারণে শুভেন্দুর এই শহিদ স্মরণ অনুষ্ঠান করার অধিকার নেই ৷ প্রথমত, তিনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে বেইমানি করেছেন ৷ দ্বিতীয়ত, একদিন যাঁরা সিপিএমে ছিলেন, সেই ঘাতকরাই এখন শুভেন্দুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁদের শহিদবেদীতে তুলে শুভেন্দু শহিদবেদীর অপমান করেছেন ৷ এবং তৃতীয়ত, জাতি, ধর্ম নির্বিশেষে এই আন্দোলনে সকলের রক্ত ঝরেছে ৷ শুভেন্দু সেই রক্ত নিজের কেরিয়ার তৈরি করতে ব্যবহার করেছেন ৷"
প্রসঙ্গত, এদিন ভোর 4টে 30 মিনিটে শহিদবেদীতে মোমবাতি জ্বালিয়ে এবং মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন কুণাল ঘোষ ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি, ভূমি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি শেখ সুফিয়ান, নন্দীগ্রাম-1 ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ-সহ অন্যরা ৷