বন্দে ভারত ট্রেনে ঢিল ছোড়া প্রসঙ্গে তদন্ত চাইলেন কুণাল কাঁথি, 4 জানুয়ারি: নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো বুধবার জনসংযোগ করতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পৌঁছন তৃণমূল নেতা ৷ তিনি সেখানে গিয়েছেন বলে বিজেপির লোকেরা বলছে কুণাল ঘোষ পূর্ব মেদিনীপুর জেলায় লোকসভা ভোটের নির্বাচনে দাঁড়াতে এসেছে। আর এ নিয়ে বিজেপিকে পালটা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷
তিনি এদিন বলেন, "পূর্ব মেদিনীপুরে নির্বাচনে দাঁড়াতে কুণাল ঘোষ আসেনি। নেত্রীর নির্দেশক্রমে এখানকার নেতাদের সমন্বয়ে সাধন করতে পূর্ব মেদিনীপুরে বেশি সময় দিচ্ছি। জেলার বিভিন্ন বিজেপির দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বলেছেন, এই পূর্ব মেদিনীপুর জেলার দু'টি লোকসভা কেন্দ্র বিজেপিকে উপহার দেবেন। শুভেন্দুর সেই কথাকে কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু অধিকারী নিজের ওয়ার্ডে কাঁথি পৌরসভা (Contai Municipality) জিততে পারে না, সে আবার দু'টি লোকসভা জেতার কথা ভাবছে। কুঁজোরও চিত হয়ে যেমন ঘুমানোর শখ হয় আবার গামছারও ধোপার বাড়িতে যাওয়ার ইচ্ছা হয়। শুভেন্দু অধিকারীর জনসভায় লোক হচ্ছে না। লোক আনার জন্য জনসভায় আবাস যোজনা ফর্ম ফিলাপ করা হচ্ছে। এতবার দিল্লি যাচ্ছেন। আসানসোলে শুভেন্দু সভায় যারা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারে কাছে যাওয়ার সময় হচ্ছে না। হিম্মত থাকলে ঝাড়গ্রামের বীরবাহা হাঁসদার সামনে গিয়ে দাঁড়াক।"
তিনি আরও বলেন, "কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বন্ধে ভারত ট্রেন চালু করা হয়েছে। শতাব্দী এক্সপ্রেস ট্রেন বন্ধ করে বন্দে ভারত ট্রেন চালু করল। বন্দে ভারত থেকে শতাব্দী এক্সপ্রেস অনেক ভালো। কম খরচে সাধারণ মানুষ পরিষেবা পেতেন।" বন্দে ভারতে ঢিল ছোড়া প্রসঙ্গে এদিন কুণাল বলেন, "নিজেরা ট্রেনে ঢিল ছুড়ছে, আর অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমি উচ্চপর্যায়ের তদন্ত চাই।" এরপরই তাঁকে প্রশ্ন করা হয় বাংলায় বন্দে ভারত ট্রেনের ঢিল ছোড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী চুপ কেন? জবাবে কুণাল ঘোষ বলেন , "এই ট্রেনে উত্তরপ্রদেশে তিনবার ঢিল ছোড়া হল, গুজরাতে ট্রেন থেকে কয়েক লক্ষ টাকা লুঠ হল, সেক্ষেত্রে যোগী আদিত্যনাথ কেন চুপ ছিল? এখানে কেন্দ্রের এজেন্সি সিবিআই ও ইডি যাক। এ নিয়ে আমরা উচ্চপর্যায়ের তদন্ত চাই।"
আরও পড়ুন:যেখানে বিজেপি বাংলা ভাগের কথা বলছে, সেখানেই আক্রান্ত হচ্ছে বন্দে ভারত: ফিরহাদ
এরপর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, "দিলীপ ঘোষ যেন কোথায় গিয়েছিলেন, সেখানে যে তাড়া করা হয়েছিল সেখানে তো আর তৃণমূল ছিল না! আসলে এগুলো বিজেপির গোষ্ঠীকোন্দল ৷" ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে হামলা নিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, "যেই হামলা করুক এটা খুবই নিন্দনীয়। এটা কোনওমতেই কাম্য নয়।" জেলবন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই বলবেন না বলে জানান। কুণাল বলেন, "এটা আদালতে বিচারাধীন বিষয়। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।"