নন্দীগ্রাম, 5 মে :নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal ghosh Mocked suvendu adhikari) ৷ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অভিনন্দন জ্ঞাপন বর্ষপূর্তি সভায় এসে কুণাল ঘোষ বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের 17টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির দুটি আসন ও জেলা পরিষদের পাঁচটি আসনেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে । তার সঙ্গে লোকসভা নির্বাচনেও সবকটি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে । শুভেন্দুর কোনও অধিকার থাকবে না ।" এদিনের অনুষ্ঠানে কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান-সহ তৃণমূল নেতৃত্ব ।
Kunal Slams Suvendu : নারদাতে কাগজে মুড়ে কাকে টাকা নিতে দেখা গিয়েছে, শুভেন্দুকে আক্রমণ কুণালের - কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন
নন্দীগ্রামে জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Slams Suvendu) ৷
সভা থেকে কুণাল ঘোষ বলেন, "নারদাতে কাগজ মুড়ে কাকে টাকা নিতে দেখা গিয়েছে ? নাটকের একটা সীমা আছে । আমাদের সঙ্গে আদি বিজেপির আদর্শগত পার্থক্য রয়েছে । তারা হিন্দুত্বের কথা বলে । আমরা মানবতার কথা বলি । আদি বিজেপিকে তৎকাল বিজেপি এখন অনেক অত্যাচার চালাচ্ছে। এতে আদি বিজেপি শেষ হয়ে যাবে । আমি বলব আদি বিজেপিদের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে । যদি সসম্মানে রাজনীতি করতে চান ।"
তারপর শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "সিবিআই ও ইডির হাত থেকে বাঁচতে ও গ্রেফতারের ভয়ে অমিত শাহের জুতো পালিশ করতে বিজেপিতে গিয়েছে । দু'বছর আগে শুভেন্দু অধিকারী একাধিক সভায় মোদি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিচ্ছিল । আজ সে আবার বড় বিজেপি ! লোকসভা নির্বাচনে অধিকারী পরিবারের কোনও সদস্য থাকবে না । শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতীকই জয় লাভ করবে ।"
আরও পড়ুন :Kunal Slams Suvendu : জোড়া খুনে অভিযুক্তের পৃষ্ঠপোষক কি শুভেন্দু, প্রশ্ন তুললেন কুণাল