নন্দীগ্রাম, 13 জুন:গোষ্ঠীকোন্দলে জেরবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ৷ মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নন্দীগ্রামের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের বাড়িতে বৈঠক করলেন ৷ কারণ হিসেবে মনে করা হচ্ছে গোষ্ঠী কোন্দল মেটাতেই নাকি এই বৈঠক ৷
গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট (নন্দীগ্রাম) শেখ সুফিয়ানের অনুগামীরা নন্দীগ্রাম উন্নয়ন পরিষদ মঞ্চের নামে বিধানসভার 17টি গ্রাম পঞ্চায়েত আসনে নির্দল প্রার্থী হিসাবে সোমবার মনোনয়ন জমা দেন । কারণ সাংগঠনিক রদবদল হওয়ার কারণে বেছে বেছে সুফিয়ানপন্থীদের গ্যারাজ করে রাখা হয়েছে । এমনকী নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে সুফিয়ানপন্থীরা গেলে তাঁদেরকে ঢুকতে দেওয়া হয়নি, উলটে তাদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এইসব বিষয় নিয়ে জেলা ও রাজ্যস্তরের নেতাদের জানানো সত্ত্বেও তারা কর্ণপাত না করার কারণে গতকাল তাঁরা নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তারপরই নড়েচড়ে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।
তাতেই এদিন কুণাল ঘোষ নন্দীগ্রামের সুফিয়ানের বাড়িতেই গোষ্ঠীকোন্দল মেটাতে বৈঠক চালাচ্ছেন বলে সূত্রে জানা যায় ৷ সুফিয়ানের বাড়িতে এদিন উপস্থিত ছিলেন তার বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও জেলা চেয়ারম্যান পীযূষ ভূঁইয়া । এদের সকলকে সঙ্গে নিয়ে বৈঠক করেন কুণাল । নন্দীগ্রামে খারাপ ফল হতে পারে বলেই কি তড়িঘড়ি বৈঠক ? ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।