কুণাল পড়লেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পাঁশকুড়া, 11 জানুয়ারি: উন্নয়নের কাজ নিয়ে আবারও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । দিদির সুরক্ষা কর্মসূচিতে যোগ দিতে পাঁশকুড়ার ধনঞ্জয়পুর গ্রামে বুধবার বিক্ষোভের মুখে পড়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Face Agitation in Panskura) । রাস্তার কাজ হয়নি এই অভিযোগ তুলে তৃণমূল সম্পাদকের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার আবারও একবার তিনি এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ৷
শুধু তাই নয় প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক ওমর আলির ছেলে স্থানীয় তৃণমূল নেতা তথা মুসলেম আলি রাজ্য নেতৃত্বকে হাতের কাছে পেয়ে এলাকার বেহাল রাস্তা নিয়ে অভিযোগের পাশাপাশি দলের গোষ্ঠীদ্বন্দ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না বলেও জানান তিনি। বুধবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে মলম লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও বৃহস্পতিবার সকালে চা চক্রে যোগ দিতে গিয়ে রাস্তা নিয়ে আবারও একভাবে স্থানীয় লোকজন ও দলের কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ।
এদিন সকালে পাঁশকুড়াতে স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিয়ে দলীয় কার্যালয়ে চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সকালে রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে পড়ে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ না-দিয়ে কলকাতা ফিরে যান তিনি। তৃণমূল নেতা মুসলেম আলি বলেন, "মঙ্গলদাঁড়ি থেকে ডুবাপুল, 2 কিমি ও রাতুলিয়া থেকে আড়ং 5 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সেই রাস্তা সংস্কারের বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। এর আগে রাস্তা সংস্কারের জন্য স্থানীয় নেতৃত্বদের বহুবার জানিয়ে কোনও লাভ না-হওয়ায় রাজ্য নেতৃত্বকে হাতের কাছে পেয়ে অভিযোগ জানানো হয়েছে।"
আরও পড়ুন:'আমার মরা পর্যন্ত টিআরপি নামাতে পারবি না', কুণালকে 'এলি তেলি গঙ্গারাম' বলে কটাক্ষ মিঠুনের
এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, "জলের কোন কোন নেতা নিজেদের হাইলাইটস পাওয়ার জন্যে রাজ্য নেতৃত্বের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী যখন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন তখন রাস্তার কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল । কয়েকটি রাস্তার কাজও শুরু হয়। কিন্তু উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আইনী জটিলতার কারণে রাস্তার কাজ আটকে রয়েছে।" বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "একজন জেলখাটা আসামী প্রচারে এলে যা হওয়ার তাই হয়েছে। মানুষ তো বিক্ষোভ দেখাবেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন নয় । বহুবার এমন ঘটনা ঘটেছে ৷