কোলাঘাট,১৮ অগাস্ট: দু'দিনের ভারী বৃষ্টিতে বন্ধ হয়ে গেল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ৷ ৬টি ইউনিটই বন্ধ । এর জেরে ব্যাপক বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যে ৷ ইউনিটের কাজ স্বাভাবিক করার জন্য পাম্প বসিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে জল বার করার কাজ শুরু হয় ৷ কিন্তু, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই মিশ্রিত জল পার্শ্ববর্তী গ্রামগুলিতে ঢুকে চাষের ক্ষতি করছে এই অভিযোগ তুলে আজ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা ৷
তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট ৬টি ইউনিট রয়েছে । তবে সংস্কারের জন্য কয়েক মাস ধরে বন্ধ ৪টি ইউনিট ৷ কিন্তু, গত দু'দিনের ভারী বৃষ্টিতে সচল দুটি ইউনিটের উৎপাদনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ । ফের বিদ্যুৎ উৎপাদন শুরুর জন্য আজ ১০টি পাম্পের সাহায্যে বিদ্যুৎকেন্দ্র থেকে জল বের করার প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু, বাপুর খাল বেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই মেশা জল ঢুকছে তমলুক ও কোলাঘাটের বিস্তীর্ণ এলাকায় । এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সব এলাকার চাষবাস ও জনজীবন ৷ এর প্রতিবাদে আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রীকৃষ্ণপুর, খানজাদাপুর, শান্তিপুর ও আদুলিয়া সহ একাধিক এলাকার বাসিন্দারা ।