কাঁথি, 23 মে : রাস্তা ও জমি নিয়ে পারিবারিক বিবাদ । দুই ভাইয়ের মধ্যে ঝামেলা । এক ভাইয়ের অভিযোগে আরেকজনকে গতকাল হঠাৎই পুলিশ আটক করে। যার জেরে কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখায় ওই ব্যক্তির পরিবার । বিক্ষোভে শামিল হন গ্রামবাসীদের একাংশও । বিক্ষোভের জেরে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় কাঁথি থানার পুলিশ । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার উত্তর দারুয়া এলাকার ।
দারুয়া এলাকায় বাড়ি বিভাস জানা ও বিকাশ জানার । সম্পর্কে দুই ভাই । জানা গেছে, প্রায় 20 বছর ধরে রাস্তা, জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছে দু'জনের । বিকাশ জানা পেশায় কাঁথি পৌরসভার কর্মচারী। তাঁর এক ছেলে সুরঞ্জন জানা কাঁথি থানার সিভিক ভলান্টিয়ার । আর বিভাস জানা পেশায় টোটো চালক । জানা গেছে, কিছুদিন আগে বিকাশ জানা কাঁথি থানায় তাঁর ভাইয়ের নামে অভিযোগ দায়ের করেছিলেন । ফলে, গতকাল বিভাস জানাকে পুলিশ আটক করে । বিভাসের পরিবারের অভিযোগ, বিকাশ জানা পৌরসভায় কাজ করেন এবং এলাকায় প্রভাবশালী হওয়ায় রোজই মারধরের ভয় দেখাচ্ছেন । তাঁর ছেলে সিভিক ভলান্টিয়ার হওয়াই পুলিশ বিনা অপরাধে এভাবে আটক করল ।
গতকাল বিভাসকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর পরিবারের লোকজন কাঁথি থানার সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন । যোগ দেন গ্রামবাসীদের একাংশও । বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর তাঁদের প্রশ্ন করা হলে বলেন, "না ছাড়লে আমরা বিক্ষোভ থেকে সরব না । এখানেই বসে থাকব সারারাত ।" এরপর অবশ্য বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিভাসকে ছেড়ে দেয় পুলিশ ।