কাঁথি, 16 নভেম্বর: আর কয়েকদিন পর রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির (Contai) শ্রী অরবিন্দ স্টেডিয়ামে । আগামী মাসের 3 তারিখে বিশাল এই জনসভা করবেন তিনি । তাই বুধবার খুঁটিপুজো করে সভাস্থলের শুভ উদ্বোধন করলেন পটাশপুরে বিধায়ক (TMC MLA) উত্তম বারিক । সঙ্গে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ মাইতি, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না-সহ অন্যান্য নেতৃত্বরা ।
এ দিন সামাজিক রীতিনীতি মেনে খুঁটি পুজো করে সভামঞ্চের উদ্বোধন হয় (Khuti Puja for TMC Meeting) । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ মাইতি বলেন, "আগামী কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে । পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে প্রথম সভা করতে আসছেন । অভিষেককে আমাদের দলের সেনাপতি বলে থাকি । কারণ তিনি গত বিধানসভা নির্বাচনে আমাদের দলের দায়িত্ব নিয়ে অনেকগুলো আসন জিতিয়েছেন ।"