পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Khuti Puja for TMC Meeting: অভিষেকের জনসভার আগে শুভেন্দুর গড়ে খুঁটি পুজো - অভিষেকের জনসভার আগে ঘটা করে খুঁটি পুজো

3 ডিসেম্বর কাঁথির (Contai) শ্রী অরবিন্দ স্টেডিয়ামে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তার আগে সভাস্থলের খুঁটি পুজো করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব (Khuti Puja for TMC Meeting) ৷

Khuti Puja for TMC Meeting
Khuti Puja for TMC Meeting

By

Published : Nov 16, 2022, 9:45 PM IST

কাঁথি, 16 নভেম্বর: আর কয়েকদিন পর রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির (Contai) শ্রী অরবিন্দ স্টেডিয়ামে । আগামী মাসের 3 তারিখে বিশাল এই জনসভা করবেন তিনি । তাই বুধবার খুঁটিপুজো করে সভাস্থলের শুভ উদ্বোধন করলেন পটাশপুরে বিধায়ক (TMC MLA) উত্তম বারিক । সঙ্গে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ মাইতি, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না-সহ অন্যান্য নেতৃত্বরা ।

এ দিন সামাজিক রীতিনীতি মেনে খুঁটি পুজো করে সভামঞ্চের উদ্বোধন হয় (Khuti Puja for TMC Meeting) । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ মাইতি বলেন, "আগামী কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে । পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে প্রথম সভা করতে আসছেন । অভিষেককে আমাদের দলের সেনাপতি বলে থাকি । কারণ তিনি গত বিধানসভা নির্বাচনে আমাদের দলের দায়িত্ব নিয়ে অনেকগুলো আসন জিতিয়েছেন ।"

পঞ্চায়েত নির্বাচনের যুদ্ধে নামার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রস্তুতি সভা করতে চলেছেন কাঁথিতে । সেই জনসভা থেকে বার্তা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে যাবে তৃণমূল নেতা-নেতৃত্বরা । তরুণ আরও বলেন, "রাজ্য সরকার একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে । আমাদের মূল কথা হচ্ছে উন্নয়ন । আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই ।"

অভিষেকের জনসভার আগে ঘটা করে খুঁটি পুজো শুভেন্দুর গড়ে

আরও পড়ুন:বিজেপির মিছিলের শেষে হামলা, আহত তিন নিখোঁজ এক

যদিও অভিষেকের কাঁথিতে আসায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র কটাক্ষ করে বলেন, "কাঁথিতে আসছেন কাটমানি খোরদের নেতা, তৃণমূল কংগ্রেস নেতাদের উৎসাহিত করতে। কীভাবে কাঁথি থেকে আরও কাটমানি তোলা যায় ‌। মেদিনীপুরের ইতিহাস সম্পর্কে তার জানা নেই । কারণ গতবার তিনি এসে বলেছিলেন বর্ণপরিচয়ের শ্রেষ্ঠ মাতঙ্গিনী হাজরা । তাই আমি বলব, একটু বেশি করে ইতিহাস পড়ে নিয়ে আসতে ।"

ABOUT THE AUTHOR

...view details