পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যৌনকর্মীদের পাশে দাঁড়াল কাঁথি থানার পুলিশ

দেশজুড়ে চলছে লকডাউন । আর এই লকডাউনের জেরে যৌনকর্মীরদের রোজগারও বন্ধ । তাদের পাশে দাঁড়াল কাঁথি থানা ।

kanthi
কাঁথি থানার পুলিশ

By

Published : Apr 10, 2020, 12:54 AM IST

কাঁথি , 9 এপ্রিল : লকডাউনে আটকে থাকা যৌনকর্মীদের পাশে দাঁড়াল কাঁথি থানার পুলিশ ৷ কাঁথি থানার উদ্যোগে আজ 120 জনেরও বেশি যৌনকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ৷

দেশজুড়ে চলছে লকডাউন । আর এই লকডাউনের জেরে যৌনকর্মীরদের রোজগারও বন্ধ । তাঁরা এখন দিশেহারা হয়ে পড়েছে । এমনকী , সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হয়ে আছে । কারণ, না আছে তাঁদের রেশন কার্ড, না আছে তাঁদের কোনও পরিচয়পত্র ৷ অনাহারেই তাঁদের দিন কাটছে ৷ এমনই ছবি দেখা দিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার মাতাবাড়ি যৌনপল্লি এলাকায় । এই যৌনকর্মীরা বাধ্য হয়ে কাঁথি থানায় দরবার করেছিল । তারপর কাঁথি থানার উদ্যোগে আজ চাল, ডাল, তেল, সবজি তাঁদের হাতে তুলে দেওয়া হয় । আজ সেখানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমার পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী, কাঁথি মহিলা থানার OC অনুষ্কা মাইতি, কাঁথি থানার IC সুনয়ন বসু সহ আরও সিভিক পুলিশ ।

মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী বলেন , "লকডাউনের জেরে তাঁরা আটকে পড়েছে । না ওঁরা বাড়ি যেতে পারছে , না তাঁদের কাছে কোনও টাকা পয়সা আছে । যা ছিল সব শেষ হয়ে গেছে । তাঁরা দিশেহারা হয়ে কাঁথি থানায় সাহায্যের জন্য আবেদন করেন । তাই আমরা তাঁদের হাতে চাল, ডাল, তেল, সবজি খাদ্য সামগ্রী তুলে দিলাম ।" তিনি আরও বলেন ,"যতদিন পর্যন্ত এই লকডাউন চলবে তাঁদের আর যদি কোনও সহযোগিতা লাগে নিশ্চয়ই পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করা হবে । "

এক যৌনকর্মী বলেন , "লকডাউনের কারণে আমাদের রুজি-রুটি সব বন্ধ হয়ে গেছে ৷ আমরা খুব সমস্যায় পড়েছিলাম । এই কথা কাঁথি থানাকে জানিয়েছিলাম ৷ তাই কাঁথি থানার পক্ষ থেকে আমাদের খাদ্য সামগ্রী দেয় ৷ আমরা খুব খুশি।"

কাঁথি দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রোজেক্ট ম্যানেজার রবীন্দ্রনাথ পাল বলেন , "এই লকডাউন চলাকালীন দুর্বার মহিলা সমন্বয় কমিটির যে মহিলারা রয়েছেন, তাঁরা এখন দিশেহারা অবস্থায় রয়েছে। এমনকী , সরকারি সুযোগ-সুবিধাও তাঁরা পাচ্ছেন না । তাই আমরা কাঁথি থানায় আবেদন করেছিলাম ৷ "

ABOUT THE AUTHOR

...view details